Tuesday, March 5, 2019

Governance
Hakikur Rahman
=======

The apathetic king just sat and think
Will there be a day?
No one else in this state
Will not remain in starvation.
Calling Wazir, calling Nazir
Calling all the Courtiers
Must have to make a master plan
So that all the people of the state get to eat.
More of the state treasury
Has to be enriched
So that someone is in the next day
Live in inadequacy.
Wherever you see flood, drought, famine
Stretch your  hands
So that no one remains starving
Do not spend night without sleep.
Food, clothes, shelter
These three are the original
If you can afford, then give then education
There will be lack of inadequacy from the country.
In this way, his kingdom is ruled by his kingship
No one else in the state has ever cried.

উদাসী হাওয়া
হাকিকুর রহমান
=========

বীণার তারে কিসুর বাজে
সেসুর গাথে হৃদয় মাঝে
চিন্তাগুলো কোথায় গেলো
মনটা করে এলোমেলো
উদাস হাওয়ার আভাস যে বয়
ভাবনাগুলো কোথায় কে রয়
সারাটা দিন মিললো সাঁঝে
লাগেনা মন কোন কাজে
এমনি করে কালযে যায়
ভর করে উদাসী হাওয়ায়।
The boy sitting on the window
Hakikur Rahman
===============

Sitting on the window of the lane
The boy does not be seen any more
So when with him
Was last seen.
He was suffering from a difficult illness
Did not know anyone
He left the world in silence
Filled with the cry of the tears.
He was quite in touch with the conversation
It was with everyone
No matter where pedestrians, ferries are going
Whoever have passed the path.
I remember the boy very much, when I pass through this way
Hope one day, the boy will again appear by holding the window.
শূন্য
হাকিকুর রহমান
===
শূন্যে আসা, শূন্যে ভাসা
শূন্যে ফিরে যাওয়া
শূন্যে দেখা, শূন্যে শেখা
শূন্যে থাকা খাওয়া।
শূন্যে ফিরে, শূন্যে ঘিরে
শূন্যে আয়োজন
শূন্যে মিশে, শূন্যে পিশে
শূন্যে বিয়োজন।
শূন্যে চলা, শূন্যে বলা
শূন্যে দিনমান
শূন্যে খেলা, শূন্যে মেলা
শূন্যে অবসান।
Facebook
Hakikur Rahman
======

There are Facebook
There are Twitter
There are Instagram
Messages to friends
How to send.
Sit down while opening the Facebook
When friends will give a like
When I get a liking
The mind is overjoyed.
Seeing friends posting
I like them too
Facebook Friendship
Is like this.
Let Facebok bring everyone more closer
Remove the distance
Everyone should like everyone
Towards the increasing friendship.
রাতের তারা
হাকিকুর রহমান
========
রাতের আকাশে অগনিত তারা
মিটিমিটি করে জ্বলে
আলো আঁধারির খেলা ছড়িয়ে
স্রষ্টার অস্তিত্বের কথা বলে।
দুরত্ব ওদের পৃথিবীর থেকে
অনেক অনেক দুর
অনেক আলোকবর্ষ দুরে আছে ওরা
সেযে এখান থেকে বহুদুর।
তবুও সবাই নিয়ম মেনে চলে
যার যার বলয়ে দোলে
এ মহাবিশ্বে আছে আরও তারা
যাদের আলো এখনও এসে পড়েনি
এই পৃথিবীর কোলে।
Get together
Hakikur Rahman
========

When the get together will end
All the games will be finished
All the accounts will be closed
The development of the soul will be eliminated.
The day will come
In everyone's life
The end of the day
It is the sudden death.
Everything is written in the book of the period
Although it does not appear
The one who has the understanding, understands
Regarding the rules of God.

শিক্ষা
হাকিকুর রহমান
====

লেখাপড়ায়, এসো সবাই
মেধার বিকাশ ঘটাই।
মুখস্ত করে পড়াশোনায়
ঘাটতি থেকে যায়।
পাঠ্যসূচীতে থাকতে হবে
মেধা বিকাশের কৌশল
শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে
জীবনে হবে সফল।
তরুনদেরকে দিতে হবে
কারিগরি শিক্ষা
লাগবে যেটা দেশের কাজে
নিতে হবে দিক্ষা।
উন্নত জাতি গড়তে হলে
জ্ঞানের বিকল্প নাই
সেই পথের দিকে পা বাড়ানো
তাড়াতাড়ি তাই।
Rain of Asharh
Hakikur Rahman
=========

Rain fall in the canals and ditches
Peacock dances with floating wings.
Myna becomes wet in the tree
Rain falls with melodious sound.
The sky becomes black with clouds
Wind speed increases.
Cloud clashes and flashes
Watering sound becomes more loud.
In this full rain
Who wants to go outside
I see the rain sitting in the veranda
And write poetry about rain.

আহ্বান
হাকিকুর রহমান
=====

আর নয় ক্রন্দন, বন্ধু আমার
সোজা হয়ে দাড়াও
সমূখে পা বাড়াও
নেইকো সময় আর থামার।
পিছু যাগেছে সব চলে যাকনা
স্মৃতিগুলো সব পড়ে থাকনা
নতুন চেতনা নিয়ে
জাগার অনুপ্রেরনা দিয়ে
শুরু করো পথে চলা আবার।
বাঁধা যতোই আসবে আসুক
পিছু যেযাই যতই ডাকুক
নতুন ভরষা নিয়ে
হৃদয়ের গভীরে গিয়ে
চলো সামনে
নাইকো সময় আর পিছনে যাবার।
Happy day
Hakikur Rahman
=======

There is the shower of light
I am surprised
I am perplexed
I'm very happy.
Does that day come to everyone's life
Song of happiness floats in the air.
Keep your hopes in the chest
For such a day
With flood of emotion
Heart and soul become full.
Such days should be coming every day
In everyone's life
Happiness gives flood of light for everyone
In all the sky.

মাতামুহুরীর বাঁকে 
হাকিকুর রহমান
==========

মাতামুহুরীর বাঁকে
ঝরে গেলো পাঁচটি তাজা প্রান
সবাই আকুল চোখে তাকিয়ে থাকে।
নাইতে নেমে জলে
গেলো ডুবে ঐ ছেলেরা গভীর অতলে।
কোথায় করবে তারা আনন্দ
ঘটনাচক্রে হলো সব নিরানন্দ।
এমনতরো না যেনো হয় কারও জীবনে
শোক সহিবার ক্ষমতা দাও পরিবার-পরিজনে।
World Cup football
Hakikur Rahman
===========

World shaky World Cup football
Is going to roll in the field
It is the sign of the whole country
In the field and the quay.
After four years
This is the World Cup game
This time the game will be played
In Europe in Russia.
Initially, 210 groups
Playing in the primary
32 teams will play in the last phase in the field
With ball and ball.
Many star-rich teams
Now playing the game
Millions of eyes are rowdy
To see, all the time.
A game of Power and Intelligence
This is football
However, enriched with both of them
The team will win.

প্রবাসী শ্রমিক
হাকিকুর রহমান
=========

ঐ ছেলেরা কাজ করে দেশের বাইরে
খেয়ে আছে বা না খেয়ে আছে
সেটা দেখার তো কেউ নাইরে।
মাস গেলে সে টাকা পাঠায় বাড়ী
তাতেই চলে এখানে সংসার
কেউকি কখনো খোজ নিয়েছে
তার সেখানে কি দরকার?
অনেকেই দেয় প্রচুর শ্রম
যার যার কর্মস্থলে
রিজার্ভ ব্যাংকে টাকা জমে বহু
তাদেরই ত্যাগের ফলে।
বছরের পর বছর কাটে
দেশে আর আসা হয়না
মনটা টানে দেশের পানে
প্রানতো সেখানে রয়না।
তবু তারা চলেছে খেটে
সংসার আর দেশের তরে
বাড়ী স্বজনের হাসি মুখ দেখে
মনটা যে যায় ভরে।
এই ছেলেগুলো দেশে ফিরে এসে
পায় কি কোনো তার সুফল
এতো কষ্ট, ত্যাগ, তিতিক্ষা
সবই কি হবে তবে বিফল?
Rickshaw puller
Hakikur Rahman
========

The wheel rolls around
Drops the sweating of the body
The whole day struggles on
Does he gets what is the real price?
He goes from there to here
Under the sun and rain
Life comes to the throat
Does not remain in the heart.
Yet he runs along the path
With the inspiration to survive
Going along the way
In no one's mercy.

বিশ্বকাপ ফুটবল-২
হাকিকুর রহমান
===========

তিল ধারণের জায়গা নাই
বিশ্বকাপের খেলা তাই
বিশ্বজুড়ে কোটি লোক
টিভির দিকে রাখছে চোখ
দর্শকেরা গ্যালারীতে করছে উচ্ছাস
তাদের দেয়া হর্ষধ্বনি বাড়াচ্ছে আত্মবিশ্বাস
চলছে খেলা খেলার মাঠে
বাড়ছে চাপ পথে ঘাটে
কারোও চোখে জলের ধারা
হচ্ছেবা কেই আত্মহারা
কেউবা পাবে সোনার জুতো
কেউবা আবার খাচ্ছে গুতো
গতি, শক্তি, মনোবল
শিরপা পাবে সেই দল
এই পৃথিবীর মিলনমেলা
চলুক বিশ্বকাপের খেলা।
Unknown
Hakikur Rahman
=====

In the bend of life’s wave
The tears and laughter are hidden
Someone can see, someone cannot see
No one knows.
Life is going on like this
World is roaming around the clock
When and where to stop
No one knows.
Cut out unnecessary time
Walk in the opposite direction
Which way to walk
No one knows.
Chest is with empty hope
Life is shattered
Where to sail down
No one knows.

Monday, March 4, 2019


জিজ্ঞাসা
হাকিকুর রহমান
======

একটা জিজ্ঞাসা থেকে যায় মনে
কেনো পৃথিবীতে আসা
কি কারনে জীবন, কবে মরন
শুধুই কি স্বপ্নের স্রোতে ভাসা?
একই ভাবনায় কেটে যায় সময়
সকাল-সন্ধা-রাত
তবুও যায়না পাওয়া এপ্রশ্নের উত্তর
যতই করিনা ভাবাভাবি আর সংখ্যার অনুপাত।
Environment
Hakikur Rahman
======

In the heat of the month Jaistha
All body sweats
Get a little peace
When it is rain.
It's happening around the world
Change of environment
In third world countries
Increasing irritation increases.
All of the us together
Will have to take the step
If the balance is in the environment
Disaster will decrease.

নদী পাড়ের জীবন
হাকিকুর রহমান
============

নদী সেতো থামতে জানেনা
চলার যে তার নেইকো সীমানা।
একুল ভেঙ্গে ওকুল গড়ে
চলে নদী সাগরে
ভাঙ্গবে সে তার ইচ্ছা মাফিক
যতই গড়ো বাধরে।
তবু নদীপাড়ের এই যে জীবন
অনেক জনের কাছে আপন
ভাঙ্গা গড়ার সাক্ষী তারা
নদী তাদের আপন হারা।
ভরা নদী উছলায়
পাড়ে পাড়ে বাড়ি খায়
ঐযে আসে প্রমত্তা ঢেউ
ওঠো সবাই জাগরে।