Wednesday, March 28, 2018

অমূল্য রতন
হাকিকুর রহমান
=========
ওপার এপার যাবার পথে
কখন যে হারিয়েছে সেটা
সযন্তে রাখা খুঠির গেঠোতে।
সে খোজে তায়
আসা যাওয়ার পথে, নৌকার গলুইয়ে
উনুনের পাড়ে, ঘরের মাচার নীচে, বাড়ির আংগিনায়।
কৈশোর, যৌবন পার হয়েছে কবে
পৌড়ত্বের কোঠায় এখন।
তবু আশায় বুক বেধে রাখে
একদিন সে খুজে পাবে তার হারিয়ে যাওয়া অমূল্য রতন।

Tuesday, March 27, 2018

গুরু-শিষ্য
হাকিকুর রহমান
----------------

গুরু: ওহে মূর্খ, ওখানে কি করছো?
শিষ্য: একটা নকসা আকছি
গুরু: জানোনা, ওখানে নকসা আকা মানা
শিষ্য: যদি জানতেম, তাহোলে শুরুই করতাম না
গুরু: তা কিসের নকসা আকছো?
শিষ্য: পড়ন্ত বিকেলে, এই বালুচরে জীবনের উপলদ্ধিগুলোর উপর একটা নকসা আকার চেষ্টা করছি
গুরু: [বিড় বিড় করে কিছু বল্লেন]