অমূল্য রতন
হাকিকুর রহমান
=========
ওপার এপার যাবার পথে
কখন যে হারিয়েছে সেটা
সযন্তে রাখা খুঠির গেঠোতে।
সে খোজে তায়
আসা যাওয়ার পথে, নৌকার গলুইয়ে
উনুনের পাড়ে, ঘরের মাচার নীচে, বাড়ির আংগিনায়।
কৈশোর, যৌবন পার হয়েছে কবে
পৌড়ত্বের কোঠায় এখন।
তবু আশায় বুক বেধে রাখে
একদিন সে খুজে পাবে তার হারিয়ে যাওয়া অমূল্য রতন।
হাকিকুর রহমান
=========
ওপার এপার যাবার পথে
কখন যে হারিয়েছে সেটা
সযন্তে রাখা খুঠির গেঠোতে।
সে খোজে তায়
আসা যাওয়ার পথে, নৌকার গলুইয়ে
উনুনের পাড়ে, ঘরের মাচার নীচে, বাড়ির আংগিনায়।
কৈশোর, যৌবন পার হয়েছে কবে
পৌড়ত্বের কোঠায় এখন।
তবু আশায় বুক বেধে রাখে
একদিন সে খুজে পাবে তার হারিয়ে যাওয়া অমূল্য রতন।