Tuesday, March 27, 2018

গুরু-শিষ্য
হাকিকুর রহমান
----------------

গুরু: ওহে মূর্খ, ওখানে কি করছো?
শিষ্য: একটা নকসা আকছি
গুরু: জানোনা, ওখানে নকসা আকা মানা
শিষ্য: যদি জানতেম, তাহোলে শুরুই করতাম না
গুরু: তা কিসের নকসা আকছো?
শিষ্য: পড়ন্ত বিকেলে, এই বালুচরে জীবনের উপলদ্ধিগুলোর উপর একটা নকসা আকার চেষ্টা করছি
গুরু: [বিড় বিড় করে কিছু বল্লেন]

No comments:

Post a Comment