যমুনা
হাকিকুর রহমান
====
====
বয়ে চলে যমুনা
হঠাৎ একদিন এক ভূমিকম্পে
ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়ে
বাংলাদেশে করে নিলো তার ঠিকানা।
তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্নশ্রী
এরা যমুনার প্রধান উপনদী
জন্ম থেকে আজ অবধি
নিজের গতিপথে চলছে নিরবধি।
বাহাদুরাবাদ থেকে গতিপথ সরে
মিলেছে পদ্মার সাথে আরিচায়
বগুড়া, সিরাজগন্জ, গাইবান্ধা
জামালপুর, টাঙাইল, পাবনা জেলাগূলো
পড়েছে তার প্রবাহিত সীমানায়।
যুগ যুগ বহো যমুনা তুমি
হয়ে আমাদের কালের স্বাক্ষী
বাস করি মোরা অববাহিকায় তোমার
নই কারো মুখাপেক্ষী।
হঠাৎ একদিন এক ভূমিকম্পে
ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়ে
বাংলাদেশে করে নিলো তার ঠিকানা।
তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্নশ্রী
এরা যমুনার প্রধান উপনদী
জন্ম থেকে আজ অবধি
নিজের গতিপথে চলছে নিরবধি।
বাহাদুরাবাদ থেকে গতিপথ সরে
মিলেছে পদ্মার সাথে আরিচায়
বগুড়া, সিরাজগন্জ, গাইবান্ধা
জামালপুর, টাঙাইল, পাবনা জেলাগূলো
পড়েছে তার প্রবাহিত সীমানায়।
যুগ যুগ বহো যমুনা তুমি
হয়ে আমাদের কালের স্বাক্ষী
বাস করি মোরা অববাহিকায় তোমার
নই কারো মুখাপেক্ষী।
No comments:
Post a Comment