কালবোশেখী
হাকিকুর রহমান
=========
ধেয়ে এলো কালবোশেখী ঝড়
বিজলী ডাকে কড়াৎকড়।
আঁধার হলো চারিদিক
ছুটছে সবাই দিকবিদিক।
ঘরের মাচান নড়ে চড়ে
প্রানটা তো আর রয়না ধড়ে।
গরু-বাছুর ভিজে সারা
পাখিগুলো নীড় হারা।
গাঙ্গে উঠে উথাল ঢেউ
ঘাটেতে আজ নেইযে কেউ।
যেওনাকো খোলা মাঠে
যখন তখন বিজলী কাটে।
তাড়াতাড়ি ঘরে যাও
থামলে ঝড় বাহির হও।
হাকিকুর রহমান
=========
ধেয়ে এলো কালবোশেখী ঝড়
বিজলী ডাকে কড়াৎকড়।
আঁধার হলো চারিদিক
ছুটছে সবাই দিকবিদিক।
ঘরের মাচান নড়ে চড়ে
প্রানটা তো আর রয়না ধড়ে।
গরু-বাছুর ভিজে সারা
পাখিগুলো নীড় হারা।
গাঙ্গে উঠে উথাল ঢেউ
ঘাটেতে আজ নেইযে কেউ।
যেওনাকো খোলা মাঠে
যখন তখন বিজলী কাটে।
তাড়াতাড়ি ঘরে যাও
থামলে ঝড় বাহির হও।
No comments:
Post a Comment