ভরা যমুনা
হাকিকুর রহমান
=======
ঢেউয়ের পানি উছলায়
ভরা যমুনায়
সে ঢেউ যেয়ে আছড়ে পড়ে
রহিম মিঞার বাড়ীর আঙিনায়।
বাড়ীটি তার নদীর ঘাটে
মাছ ধরে তার জীবন কাটে
জোয়ার ভাটার হিসাব দেখে
যায় সে ঘরে সবকে রেখে
ভয় আছে তার মনে ভারী
কবে যে ভাঙ্গে বসত বাড়ী
তবুও সে বুক বেধে যায়
জীবন কাটে আশায় আশায়।
হাকিকুর রহমান
=======
ঢেউয়ের পানি উছলায়
ভরা যমুনায়
সে ঢেউ যেয়ে আছড়ে পড়ে
রহিম মিঞার বাড়ীর আঙিনায়।
বাড়ীটি তার নদীর ঘাটে
মাছ ধরে তার জীবন কাটে
জোয়ার ভাটার হিসাব দেখে
যায় সে ঘরে সবকে রেখে
ভয় আছে তার মনে ভারী
কবে যে ভাঙ্গে বসত বাড়ী
তবুও সে বুক বেধে যায়
জীবন কাটে আশায় আশায়।
No comments:
Post a Comment