Saturday, January 2, 2021

 

ছড়া- বাঘের মেসো
হাকিকুর রহমান
বাঘের মেসো, বাঘের মেসো
যাচ্ছো কুটুম বাড়ি?
সঙ্গে তোমার চাই যে যেতে
তৈরি তাড়াতাড়ি।
নয়টা জীবন পেয়ে খুড়ো
নিত্তি যে খাও মাছের মুড়ো,
সবার পাতেই ভাগটা বসাও
বাদ যায়না ছেলে বুড়ো।
রওযে বসে আড়ি পেতে
লেজটা মাছের চাও যে খেতে,
মিয়াও বলে হামলে পড়ো
লজ্জা তোমার নেই যে চেতে।
যতই বলি পাবানা আর
তোমার সাথে পারাটা ভার,
বসলে খেতেই দৌড়ে আসো
বন্ধ করা যায়না যে দ্বার।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

No comments:

Post a Comment