Thursday, May 31, 2018

Walking on path
Hakikur Rahman
=========

Lost the path on the way
Trying to find alone
Looking this way, that way
Can not see it.
The morning went to the afternoon
The night arrived
In which corner I should find
Pain of my mind.
The day went by like that
Somewhere in the borders
Still the mind tries to find
The gesture of life.

শহীদ দিবস ও মাতৃভাষা দিবস 
হাকিকুর রহমান
=====================
এক নদী রক্ত পেরিয়ে
এদেশ হয়েছে স্বাধীন
লাখো শহীদের জীবনের বিনিময়ে
পেয়েছি আমরা এদিন।
কত মায়ের অশ্রুতে
সিক্ত হয়েছে মাটি
এইতো আমার দেশ
এযে সোনার চেয়ে খাটি।
এদেশের তরে যারা জীবন দিয়েছে
যারা দিয়েছে প্রান
এসো আজ মোরা তাঁদের স্মরনে
গেয়ে যাই জয়গান।

Saturday, May 26, 2018

Traveler
Hakikur Rahman
=====

Traveler with lost target
Just walking around the path
Disappointment of not getting anywhere
Beats inside the heart.
Little sign of light
If seen somewhere
The whole day run to the pathway
So run and run.
This walking will end
When nobody knows
May be it's probably possible
Then he will stop there.

প্রত্যাশা 
হাকিকুর রহমান
======
এমন দিন দেখবো
এটা কল্পনাতীত ছিলো
যাদের রেখেছিলাম হৃদয়ের মাঝে
আজ তারাই
বুকে ছুরি মেরে দিলো।
আপন পর বলে তাহলে
পৃথিবীতে থাকেনা কিছুই আর
ভাল মন্দ মিশে
সব কিছু হয়ে যায় একাকার।
কাকে দোষিবো এটা কি তবে
ভাগ্যের লিখন
এভাবেই কি কাটবে তাহলে
বাকীটা জীবন।

Wednesday, May 23, 2018

Find back
Hakikur Rahman
======

Who gave me
that hope?
I tried to find her
in this dimension
Though do not remember
her face.
Still hopefully on the walkway
It is absolutely motionless
Which has no end.
Just think about it always
Will it be seen again
Someday with her?

জীবনের চাকা
হাকিকুর রহমান
==========

ঘাটে বাধা নৌকা খানি
ভাটার টানে নামছে পানি
জোয়ার ভাটার এই খেলায়
জীবন কাটে সাগর বেলায়
কখনও উত্তাল কখনও নির্জীব
নদীর গতি বড়ই আযিব
এভাবেই চলে জীবনের চাকা
থরে থরে সব সাজিয়ে রাখা।

Thursday, May 17, 2018

Our address
Hakikur Rahman
=======

Padma, Meghna, Jamuna
This is our address
We live in their basin.
In their sedimentary soil
Our farmers cultivate.
Yield the crop, and the heart filled with happiness during the harvest
The children play wearing different colors of cloths.
In such a way, life passes by boundaries of their happiness
This is the country of Sixth Seasons and located in the islands of the delta.

মহাবিশ্ব 
হাকিকুর রহমান
======

মহাবিশ্বের প্রতিটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র
যার যার নিজের কক্ষপথে ঘুরে
এর ব্যাত্যয় হয়না কখনও
কেউ যায়না আগে বা কেউ যায়না পরে।
একটা অমোঘ নিয়ম মেনে সবাই
নিজ নিজ বলয়ে আছে
এভাবেই যে যার গতিপথ মেপে
চলে এক ইসারার কাছে।
পৃথিবী ঘুরে সুর্যকে ঘিরে
আসে বছর
চাঁদ ঘুরে পৃথিবীকে ঘিরে
আসে মাস
পৃথিবী নিজের কক্ষপথে ঘুরে
আনে দিন
এমনি সময়ের কাছে সময় বাধা
তবু সময় সেতো সীমাহীন।

Tuesday, May 15, 2018

New sensation
Hakikur Rahman
========

When there exists a huge gap
In between desire and reception
Then the stain will be cut in the heart
In the pain of not matching the account
There is a cry in the heart.
In the direction of new day light
Start the new journey
With the new sensation in the heart
Let us beat the drum.
প্রথম দেখা 
হাকিকুর রহমান
=======
নদীর ঘাটে জল আনিতে
কোনসে আলোর ঝলকানিতে
রাজকুমারের হৃদয় মাঝে উঠলো উতলিয়া
আকাশ ছিল নীল
বাতাস অনাবিল
নদীর ঘাটেই শুরু হলো হৃদয় দেয়া নেয়া।
চোখে চোখে কথা হলো
হলো হৃদয় বিনিময়
ছোট্ট গাঁয়ের মেয়ের সাথে
ভিন গাঁয়ের এক রাজকুমারের
প্রথম পরিচয়।
প্রথম দেখায় ভাব হয়ে যায়
মনের মাঝে মন খুজে পায়
এমনি করেই দুই হৃদয়ের
সুরের সাথে সুর মিলে যায়।

Sunday, May 13, 2018

Child
Hakikur Rahman
====

The child comes to enlighten the house
There is joy everywhere
Every heart is stirred in that house
Everybody plays with a cheerful smile.
Day by day, come childhood, boyhood and youth
The success story goes with the whole life.
This way rolls the wheel of fortune
This hope remains to everyone
As if all are like a painted picture.
ফাগুন
হাকিকুর রহমান
====

ফাগুনের এই ভরা জোসনায়
আয়রে সবাই আয়
হাসনুহেনার সুবাসেতে
বাগান ভরে যায়।
জোসনার খোলা আলোয়
ছেলেরা সব খেলতে নামে মাঠে
শুরু হয় আলোর খেলা
যখন সুর্যি নামে পাটে।
কে কে যাবে খেলার মাঠে
আয়রে তোরা আয়
হাসি খুশী আর আনন্দতে
সময় বয়ে যায়।

Wednesday, May 9, 2018

Guide of light
Hakikur Rahman
========

By wakening the midnight sleep
Who goes to the front
Enlightening the path
With sleep awakening song.
Become the guide of light
Continue to carry
By filling in hope
Overwhelming the heart.
This is very startling
Feels in mind and soul
With his heart awakening
sleep breaking song.


পথচলা
হাকিকুর রহমান
=====
আজকে আবার সেই পথেই
চলা শুরু হলো
যেই সীমানায় যাইনা কেনো
পায়ে বাধে ধুলো।
কোন ঠিকানায় যেতে হবে
জানা হলো না
কোন আঙনে থামতে হবে
শোনা হলো না।
এমনি করেই চলা যদি
অজানা হয়ে থাকে
কোনদিনই থামবে না পথ
অচিন গাঁয়ের বাঁকে।

Friday, May 4, 2018

Kuber
Hakikur Rahman
====

His name is Kuber
Lives in a rural area.
There was a piece of land, cows for plough and a small house
With those he run his life.
He had to sale all for his daughter's wedding
Now become a day laborer
Eats if he get a work, otherwise remains half-eaten, or starving.
That's how it goes, the night comes
And the pain of despair just float in the air.
Finally he decided, he will go the city in search of work
With so many hopes, one day departs for the city.

ইশারা
হাকিকুর রহমান
=====
কোন সে আলোর ইশারায়
কে যেনো তাই
ডাকে আমায়
আয় চলে আয়।
অন্ধকারে পাখীরা সব দলে দলে
যায় উড়ে যায় আলোর দিক ডানা মেলে
লক্ষ আশা বুকে নিয়ে
কে যেনো তাই
ডাকে আমায়
আয় চলে আয়।
মধ্যরাতে আলোর দিশা খুযে ফিরি
মাঝ নদীতে পাল বিহীন ভাসা তরী
এমনি করে দিন চলে যায় আশায় আশায়
পাওয়ার নেশা জাগিয়ে দিয়ে
কে যেনো তাই
ডাকে আমায়
আয় চলে আয়।

Wednesday, May 2, 2018

Tired traveler
Hakikur Rahman
=======

Tired traveler, wait a little.
You understand until yesterday,
which way you have to go?
You saw until yesterday,
how much emptiness is in the way back?
You heard until yesterday,
the cry of the emptiness?
Tired traveler, wait a little.
Do you know today,
which way you have to go?
Do you know today,
how many ways would you have to cross?
Do you know today,
where do you have to stop?
Tired traveler, wait a little.
Tomorrow after the sunrise,
which way you will cross?
Tomorrow after the sunrise,
you will go to what border?
Tomorrow after the sunrise,
what will be your path?
Tired traveler, wait a little.
নাবলা কথা
হাকিকুর রহমান
========
কি কথা বলার ছিল, বলা হলো না
কি পথে চলার ছিল, চলা হলো না
কি গান শোনার ছিল, শোনা হলো না
কি প্রানে জাগার ছিল, জাগা হলো না।
এভাবেই এলোমেলো, দিনগুলো চলে গেলো
যেতে যেতে কানে কানে, কিযে কথা বলে গেলো
ভাবি তাই সারাক্ষন, ভেবে হই আনমন।
কি যেনো দেখার ছিল, দেখা হলো না
কি যেনো শেখার ছিল, শেখা হলো না
কি যেনো বোঝার ছিল, বোঝা হলো না
কি যেনো খোজার ছিল, খোজা হলো না।

Tuesday, May 1, 2018

The way of life
Hakikur Rahman
========

The way of life is unblinking
Does not know where it is started, where is the end
Just know, filled with running
The earth is filled with dots of time.
There may be borders, there may be not
The limit may be seen, may be there is none.
There is a desire to receive
But there is no time of availability
The way is full of fatigue
Which has no end.
আমার গ্রাম
হাকিকুর রহমান
========
আয়রে সবাই আয়
আমার ছোট্ট সোনার গাঁয়।
যেথায় ডাকে কুহু কেকা
দোয়েল পাখীর যায়যে দেখা
গাঙের পানি বয়ে চলে
আপন ঠিকানায়।
যেথায় রাখালিয়া বাশীর সুরে
মনকে আমার উদাস করে
নদীর পানি ভাটির টানে
ডাকে ইসারায়।
যেথায় শালুক ভরা পুকুর ঘাটে
শিশুরা সব সাতার কাটে
চাষীরা সব দল বেধে যায়
মাঠের সীমানায়।
যেথায় শিমুল, বকুল, পলাশ ফুটে
দেখে যে মন মেতে উঠে
জেলেরা যায় মাছ ধরিতে
গাঙের কিনারায়।
আয়রে সবাই আয়
আমার ছোট্ট সোনার গাঁয়।