আমার গ্রাম
হাকিকুর রহমান
========
হাকিকুর রহমান
========
আয়রে সবাই আয়
আমার ছোট্ট সোনার গাঁয়।
যেথায় ডাকে কুহু কেকা
দোয়েল পাখীর যায়যে দেখা
গাঙের পানি বয়ে চলে
আপন ঠিকানায়।
যেথায় রাখালিয়া বাশীর সুরে
মনকে আমার উদাস করে
নদীর পানি ভাটির টানে
ডাকে ইসারায়।
যেথায় শালুক ভরা পুকুর ঘাটে
শিশুরা সব সাতার কাটে
চাষীরা সব দল বেধে যায়
মাঠের সীমানায়।
যেথায় শিমুল, বকুল, পলাশ ফুটে
দেখে যে মন মেতে উঠে
জেলেরা যায় মাছ ধরিতে
গাঙের কিনারায়।
আয়রে সবাই আয়
আমার ছোট্ট সোনার গাঁয়।
আমার ছোট্ট সোনার গাঁয়।
যেথায় ডাকে কুহু কেকা
দোয়েল পাখীর যায়যে দেখা
গাঙের পানি বয়ে চলে
আপন ঠিকানায়।
যেথায় রাখালিয়া বাশীর সুরে
মনকে আমার উদাস করে
নদীর পানি ভাটির টানে
ডাকে ইসারায়।
যেথায় শালুক ভরা পুকুর ঘাটে
শিশুরা সব সাতার কাটে
চাষীরা সব দল বেধে যায়
মাঠের সীমানায়।
যেথায় শিমুল, বকুল, পলাশ ফুটে
দেখে যে মন মেতে উঠে
জেলেরা যায় মাছ ধরিতে
গাঙের কিনারায়।
আয়রে সবাই আয়
আমার ছোট্ট সোনার গাঁয়।
No comments:
Post a Comment