মহাবিশ্ব
হাকিকুর রহমান
======
======
মহাবিশ্বের প্রতিটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র
যার যার নিজের কক্ষপথে ঘুরে
এর ব্যাত্যয় হয়না কখনও
কেউ যায়না আগে বা কেউ যায়না পরে।
একটা অমোঘ নিয়ম মেনে সবাই
নিজ নিজ বলয়ে আছে
এভাবেই যে যার গতিপথ মেপে
চলে এক ইসারার কাছে।
পৃথিবী ঘুরে সুর্যকে ঘিরে
আসে বছর
চাঁদ ঘুরে পৃথিবীকে ঘিরে
আসে মাস
পৃথিবী নিজের কক্ষপথে ঘুরে
আনে দিন
এমনি সময়ের কাছে সময় বাধা
তবু সময় সেতো সীমাহীন।
যার যার নিজের কক্ষপথে ঘুরে
এর ব্যাত্যয় হয়না কখনও
কেউ যায়না আগে বা কেউ যায়না পরে।
একটা অমোঘ নিয়ম মেনে সবাই
নিজ নিজ বলয়ে আছে
এভাবেই যে যার গতিপথ মেপে
চলে এক ইসারার কাছে।
পৃথিবী ঘুরে সুর্যকে ঘিরে
আসে বছর
চাঁদ ঘুরে পৃথিবীকে ঘিরে
আসে মাস
পৃথিবী নিজের কক্ষপথে ঘুরে
আনে দিন
এমনি সময়ের কাছে সময় বাধা
তবু সময় সেতো সীমাহীন।
No comments:
Post a Comment