Friday, June 14, 2019


মা
হাকিকুর রহমান
==

চঞ্চুতে লয়ে জল
পান করায় তার বাচ্চাকে
মুখের ভিতরে নিয়ে আধার
ভক্ষণ করায় তাকে
শীত-বসন্ত-গ্রীস্ম-বর্ষায়
ঢেঁকে রাখে তাকে নিজের পাখায়
নিজে না খেয়ে থেকে
বাচ্চাকে দেয় খাবার মুখে তুলি
ধরণী যাক প্রতিকুলে
সেই মাকে কিকরে ভুলি।
দশ মাস দশদিন
নিয়ে জঠরের অভ্যন্তরে
হাসিয়া খেলিয়া বেড়ায়
কতো আশা নিয়ে অন্তরে
ভূমিষ্ঠ হবার সময়
সহে কতো যন্ত্রনা
তবু তার মুখে হাসি
শুনে তার শিশুর কান্না
আদরে জড়ায়ে বুকে
থাকেসে পরম সুখে
বাড়ায়ে দেয় সে হাত
ডেকে নেয় সুমুখে
অসুস্থ হলে পরে
থাকেনা তার রাত্রি-দিন
অবিরাম করে সেবা
তবু মুখটা তার অমলিন
নিজে না খেয়ে থেকে
বাচ্চাকে দেয় খাবার মুখে তুলি
ধরণী যাক প্রতিকুলে
সেই মাকে কিকরে ভুলি।

No comments:

Post a Comment