Friday, June 14, 2019


ভোরের আলো 
হাকিকুর রহমান
-----------------

ভোরের আলো লাগলো এসে মুখে
আশার আলো জাগলো আবার বুকে।
নতুন দিনের চেতনায় দিলো এগিয়ে যাওয়ার প্রেরনা
আঁধার গিয়েছে কেটে, আর পিছু পা হওয়া যাবেনা।
চারিদিকে বহিছে নির্মল বাতাস দিচ্ছে সুমুখে ডাক
পিছনের দিন ভুলে যাওয়া ভালো, থাকনা পড়ে থাক।
গগনে উঠেছে নতুন সুর্য ভরিয়ে দিয়েছে আলো
সুমুখে যাওয়ার হাতছানিতে প্রানে প্রানে আশা জ্বালো।

No comments:

Post a Comment