Thursday, April 5, 2018

প্রান্তরের পথিক
হাকিকুর রহমান
==========
অজ্ঞানতায় ভরা জীবনের এক কোনে
বিচরন ক্ষনিকের তরে
পাওয়া-নাপাওয়ার বেদনায়
বিষন্ন মন প্রান থাকে তাই ভরে।
কি আশায় বেধেছিনু ঘর
নেই কোন আপন পর
কিসের প্রতিক্ষায় থাকে মন
যেনো কোন কিছুই নয় আপন।
বিশালতার ব্যাপ্তিতে অপরিচিত সব
প্রান্তরের পথিক
সবখানে না পাওয়ার অনুভব।

Tuesday, April 3, 2018


জীবনের গতিপথ
হাকিকুর রহমান
============

জীবনের গতিপথ বড়ই অনিমেষ
জানেনা সে কোথায় শুরু, কোথায় শেষ
শুধু জানে, চলমানতায় ভরা
বিন্দু বিন্দু পলে ধরা।
সীমানা আছে হয়তো, হয়তোবা নেই
সীমারেখা দেখা যায় হয়তো, হয়তোবা নেই।
প্রাপ্তির আকাঙ্খা আছে
কিন্তু প্রাপ্যতার ক্ষন জানা নেই
ক্লান্তিময়তায় ভরা এপথ
যার কোন শেষ নেই।

Monday, April 2, 2018

ক্লান্ত পথিক
হাকিকুর রহমান
========
ক্লান্ত পথিক, দাড়াও ক্ষনিক
বুঝেছিলে গতকাল পর্যন্ত
কোন পথে তোমাকে যেতে হবে
দেখেছিলে গতকাল পর্যন্ত
কি শুন্যতায় ভরা পিছনের পথটা
শুনেছিলে গতকাল পর্যন্ত
ঐ শুন্যতার কান্না?

ক্লান্ত পথিক, দাড়াও ক্ষনিক
জানোকি তুমি আজ
কোন পথে তোমায় যেতে হবে
জানোকি তুমি আজ
কত পথ তোমায় পার হতে হবে
জানোকি তুমি আজ
কতদুর যেয়ে থামতে হবে?
ক্লান্ত পথিক, দাড়াও ক্ষনিক
আগামীকাল সুর্যদয়ের পর
কোন পথ তুমি পার হবে
আগামীকাল সুর্যদয়ের পর
তুমি কোন সীমানায় যাবে
আগামীকাল সুর্যদয়ের পর
তোমার গতিপথ কি হবে?
ক্লান্ত পথিক, দাড়াও ক্ষনিক।

Sunday, April 1, 2018

ঢোলশিমুল
হাকিকুর রহমান
========
ঢোলশিমুলের জলে, শালুক পানা দুলে
ডাহুক ছানার লাফালাফি, কান্নাকাটি ভুলে
মাছরাঙাটির চোখ রাঙানি, মাছের পোনার দিকে
লাল ফড়িংএর আনাগোনা, চলছে চারিদিকে
এমন সময় আকাশ কালো, নামলো মেঘের ঢল
ঢোলশিমুলে লাফিয়ে পড়ে, পাড়ার ছেলের দল
সাংগ হলো ডাহুক ছানার দারুন লাফালাফি
সাংগ হলো পানকেৌড়ি আর গাংশালিকের সরব ঝাপাঝাপি।
কুবের
হাকিকুর রহমান
=====
নাম তার কুবের
বাড়ী মফস্বল।
ছিল এক চিলতে জমি, হালের গরু, বসত বাড়ী
আর তাতেই ছিল সংসার সচল।
মেয়ের বিয়েতে সব বিকিয়ে
এখন দিনমজুরী খাটে
কাজ পেলে খাওয়া, নইলে অর্ধাহার, অনাহারে কাটে।
এভাবেই দিন যায়, রাত আসে
আর হতাশার বেদনাই শুধু বাতাসে ভাসে।
অবশেষে ঠিক করলো, শহরে যাবে কাজের সন্ধানে
অনেক আশা নিয়ে, একদিন পাড়ি দিল শহরের পানে।

Wednesday, March 28, 2018

অমূল্য রতন
হাকিকুর রহমান
=========
ওপার এপার যাবার পথে
কখন যে হারিয়েছে সেটা
সযন্তে রাখা খুঠির গেঠোতে।
সে খোজে তায়
আসা যাওয়ার পথে, নৌকার গলুইয়ে
উনুনের পাড়ে, ঘরের মাচার নীচে, বাড়ির আংগিনায়।
কৈশোর, যৌবন পার হয়েছে কবে
পৌড়ত্বের কোঠায় এখন।
তবু আশায় বুক বেধে রাখে
একদিন সে খুজে পাবে তার হারিয়ে যাওয়া অমূল্য রতন।

Tuesday, March 27, 2018

গুরু-শিষ্য
হাকিকুর রহমান
----------------

গুরু: ওহে মূর্খ, ওখানে কি করছো?
শিষ্য: একটা নকসা আকছি
গুরু: জানোনা, ওখানে নকসা আকা মানা
শিষ্য: যদি জানতেম, তাহোলে শুরুই করতাম না
গুরু: তা কিসের নকসা আকছো?
শিষ্য: পড়ন্ত বিকেলে, এই বালুচরে জীবনের উপলদ্ধিগুলোর উপর একটা নকসা আকার চেষ্টা করছি
গুরু: [বিড় বিড় করে কিছু বল্লেন]