কুবের
হাকিকুর রহমান
=====
নাম তার কুবের
বাড়ী মফস্বল।
ছিল এক চিলতে জমি, হালের গরু, বসত বাড়ী
আর তাতেই ছিল সংসার সচল।
মেয়ের বিয়েতে সব বিকিয়ে
এখন দিনমজুরী খাটে
কাজ পেলে খাওয়া, নইলে অর্ধাহার, অনাহারে কাটে।
এভাবেই দিন যায়, রাত আসে
আর হতাশার বেদনাই শুধু বাতাসে ভাসে।
অবশেষে ঠিক করলো, শহরে যাবে কাজের সন্ধানে
অনেক আশা নিয়ে, একদিন পাড়ি দিল শহরের পানে।
হাকিকুর রহমান
=====
নাম তার কুবের
বাড়ী মফস্বল।
ছিল এক চিলতে জমি, হালের গরু, বসত বাড়ী
আর তাতেই ছিল সংসার সচল।
মেয়ের বিয়েতে সব বিকিয়ে
এখন দিনমজুরী খাটে
কাজ পেলে খাওয়া, নইলে অর্ধাহার, অনাহারে কাটে।
এভাবেই দিন যায়, রাত আসে
আর হতাশার বেদনাই শুধু বাতাসে ভাসে।
অবশেষে ঠিক করলো, শহরে যাবে কাজের সন্ধানে
অনেক আশা নিয়ে, একদিন পাড়ি দিল শহরের পানে।
No comments:
Post a Comment