Monday, April 30, 2018

Effort for winter
Hakikur Rahman
========

In this winter we are
trying to
Stay under coating
In various clothes
To cover the body.
And those who sleep
Under the open sky
Are we informed about them?
Can we not do something for them
To try a little
With a warm cloth
To fill their hearts.
If everyone agrees, then try a little bit
Happiness will be filled easily within the country.
মাতৃভাষা
হাকিকুর রহমান
======
আমার গর্ব, আমার আশা
আমার ভাষা, বাংলা ভাষা।
এই ভাষার জন্যে যারা
দিয়ে গেছে প্রান
তাদের স্মরনে এসো
গেয়ে যাই গান।
তারা জীবন দিয়েছে
অকাতরে
কতনা মায়ের বুক
খালি করে।
আমাদের এখন আছে
শুধু করনীয়
এদিনটিকে করে রাখা
সবদিক দিয়ে স্মরনীয়।

Sunday, April 29, 2018

To find the way
Hakikur Rahman
=======

Finding this time, that time, foretime
Body and mind are tired
Seems it is worthless to find
And the time is shortened.
Thoughtless thoughts
When it is monsoon, when it is drought
In such a crisis
The path is filled with ditches.
The way no longer
has any end
So, to find the way
Whatever remained.

বিশ্বাসঘাতক
হাকিকুর রহমান
=========
যুগে যুগে বিশ্বাসঘাতদেরকে
চিনেছে সবাই
সর্বকালে, সর্ব যুগে
বিশ্বাসঘাতকেরা
বিশ্বাসঘাতকতা করেছে
নিজের সাথে, সংসারের সাথে, সমাজের সাথে
সমাজের ভিতরে থেকে।
সর্বকালের বিশ্বাসঘাতকেরা 
কালের বিবর্তনে হারিয়ে গেছে
শুধু,
তাদের কর্মকান্ড কখনও কখনও
তাড়া করে সাধারনকে।
কিন্তু,
প্রতি ঘরেই কমবেশী যে
বিশ্বাসঘাতকের বাস
সেটা নির্মুল হবে কিভাবে
যার কোন প্রতিকার নেই
যা কিছু ধরা ছোয়ার ভিতর নেই
আর,
ওদের কর্মকান্ড বেড়েছে চারিদিকে।

Saturday, April 28, 2018

Time
Hakikur Rahman
====

When time has passed
Before anything can be found
When the target is lost
Before finding the right path, at the same time.
Present and non-existent
Junctions are on the way
The ideas become gray
Not understood on the way.
In one of the juncture
Get out of the way again
What happens when nobody knows
Crossing the path in vain.
আহ্ববান
হাকিকুর রহমান
======
মধ্য গগনে হঠাৎ আলোর ঝলকানি
দুরুদুরু হৃদয়ে এযেনো শুনি কার বানী
এগিয়ে যাওয়ার আহ্বান আসে
কোনসে সুদুর থেকে
বেরিয়ে পড়া পথের দিশায়
আবার প্রথম দেখে
এযেনো এক নতুন অনুভব
কিছু খুজে পাবার আশায়
নদীর মতোই গতিপথ তার
কোথাও সোজা কোথাও বাকায়
এমনিভাবে জীবনের কবে হবে যবনিকাপাত
শেষ হবে অংক কষার সকল গনিত ধারাপাত।

Friday, April 27, 2018

Light
Hakikur Rahman
====

Darkness under the shade of light
And walking in the dark
The front way is like a mirage
Yet, on the same path, success is said.
One side, the other side, both sides are inundated
Such like as the river in rainy days
Measuring the movement of hope and trust
The benefits are as such.
Still have to look
Whoever goes by the way
Still have to listen
Whoever speaks.

পথচলা
হাকিকুর রহমান
=====
পথের মাঝে পথ হারিয়ে
খুজে ফিরি একা
এদিক ফিরি ওদিক ফিরি
পাইনা তো তার দেখা।
সকাল গেলো বিকাল গেলো
রাতের দেখা এলো
কোন কিনারায় খুজতে যাবো
মনের ব্যথাগুলো।
এমন করে দিন চলে যায়
কোনসে সীমানায়
তবুও চলে মনটি সেযে
প্রানের ইসারায়।

Thursday, April 26, 2018

Junction of life
Hakikur Rahman
========

Coming to the junction of life
Calculating the availability, non-availability
The mind is upset
What did you want and what did you get?
In that pain
The frustration is all the time.
Hope are devastated under the wheel of fortune
So life cries around
Receipt of seeking and non-seeking
Surrounded the courtyard of life.

পথিক
হাকিকুর রহমান
====
নিশানা হারানো পথিক
ঘুরে শুধু পথ মাঝে
না পাওয়ার হতাশা
হৃদয়ের কোনে তাই বাজে।
একটু আলোর ইশারা
যদি কোথাও দেখা যায়
সারাটা লগন সে পথের পানে
ছুটে ছুটে চলে তাই।
এচলার শেষ হবে
কখন কোথায় কেজানে
একেবারেই হয়তো যেয়ে
থামবে তখন সেখানে।

Wednesday, April 25, 2018

Gafur
Hakikur Rahman
====

Gafur
His home is in an unknown village
Far away from the city.
He had two acres of land
And two cows for the plough
Plant the land of others with his land
So start with the life.
Youth has seen many dreams
Never got completed
Still did not stop walking
Life has not stopped yet.
Now at the old age the body is lenient
The house, cows, plough have become old
Everything is lean and thin.
In this way a life is gone
with no mark
The hard days have been passed without any border
The way was dense.

খুজে ফেরা
হাকিকুর রহমান
========
কে মোরে শোনালো
সেই আশার বানী
খুজে ফিরি তারে
এই পরিসরে
যদিও মনে পড়েনা
তার মুখখানি।
তবুও আশায় পথচলা
যেনো একেবারেই গতিহীন
যার নেই কোন শেষ
শুধু তাই ভাবি অনিমেষ
হবে কি আবার দেখা
তার সাথে কোনদিন।

Tuesday, April 24, 2018

Birth and death
Hakikur Rahman
========

Interval between life and death
it is life
Where is the end of life
it is death.
Life is temporary,
And death is everlasting.
No one has the control over life
There is absolutely no control over death too.
Yet, everyone is looking for the meaning of life
Keeping in mind, what will happen, after the death.

আমাদের ঠিকানা
হাকিকুর রহমান
============
পদ্মা, মেঘনা, যমুনা
এইতো আমাদের ঠিকানা
এদের অববাহিকায় আমাদের বসবাস
এদের পলিবাহিত মাটিতে
আমাদের চাষীরা করে চাষ।
ফলে ফসল আর খুশীতে প্রান মন দোলে
নানান রঙের জামা পরে শিশুরা সব খেলে।
এভাবেই কাটে জীবন তাদের খুশীর সীমানায়
ষঢ় ঋতুর দেশটি এযে ব-দ্বীপের আঙিনায়।

Monday, April 23, 2018

Receipt-failure
Hakikur Rahman
=========

Fulfillment of receipt
And the pain of losing
Which one is more upsetting
In the realm of life.
Both of these marks are noteworthy
However,
Receiving makes one successful
And,
Failure makes one to fade.
 
নতুন চেতনা
হাকিকুর রহমান
=========
আকাঙ্খা আর প্রাপ্তির মাঝে যখন থাকে
বিশাল ব্যবধান
তখন তো হৃদয়ে দাগ কাটবেই
হিসাব না মেলানোর বেদনায়
হৃদয়ে ক্রন্দন থাকবেই।
নতুন দিনের আলোর দিশায়
নতুন যাত্রা শুরু
সেই চেতনায় হৃদয়ের মাঝে
বেজে উঠুক ডামাডুরু।

Sunday, April 22, 2018

River
Hakikur Rahman
====

The river flows through the sea
Sometimes straight, sometimes bent
Does not know where to stop.
In the rainy season becomes inundated
This side, that side, both sides become flooded
Takes everything that it finds in front.
Flood floats village, villages
Goes down
How much of the way and area.
In summer it becomes thin
Some route become inaccessible
The river is unique in the era of breaking and making
So on the pages of life
Remarks outstanding.

সন্তান
হাকিকুর রহমান
====
ঘর আলোকিত করে সন্তান আসে
খুশী ভরা সবখানে
আলোড়িত হয় প্রতিটি হৃদয় সে ঘরের
হাসিখুশী খেলে প্রতি প্রানে।
দিনে দিনে শৈশব-কৈশর-যৌবন
সাথে চলে সাফল্যের গাথা সারাটা জীবন।
এমনিকরেই যেনো চলে জীবনের চাকা
এ আশাই রবে সকলের কাছে
যেনো থাকে সব ছবিতে আকা।

Saturday, April 21, 2018

In the blue pain
Hakikur Rahman
=========

Roaming in the blue pain
Swimming in the blue of the ocean
Temporarily thinking rhetorical
I like to forget quite well.
Speaking against will
Walking on the unknown path
Running against fatigue
Floating in the wrong way.

আলোর দিশারী
হাকিকুর রহমান
===========
মধ্য রাতের ঘুম ভাঙ্গিয়ে
কে যায় সমূখের পানে
পথটাকে আলোকিত করে
ঘুম ভাঙ্গানিয়া গানে।
আলোর দিশারী হয়ে
বয়ে চলে অবিরত
আশায় ভরিয়ে দিয়ে
হৃদয় করে অভিভূত।
এ এক অপার শিহরন
লাগে মনে প্রানে
হৃদয় জাগানো তার সেই
ঘুম ভাঙ্গানিয়া গানে।

Friday, April 20, 2018

Victory Day
Hakikur Rahman
=========

This is a glorious day
This is a victory day
A day of achievement.
Days have come in the ages
To any nation
Memorable memories
To the people.
This is a festival day
This is a happy day
This is a day of feeling.

শীতের প্রচেষ্ঠা
হাকিকুর রহমান
==========
এই শীতে আমরা
চেষ্টা করছি
লেপের নীচে থাকতে
নানান রকম জামাকাপড়ে
শরীরটাকে ঢাকতে।
আর যারা ঘুমায়
খোলা আকাশের নীচে
পারছি কি তাদের খবর রাখতে?
ওদের জন্য আমরা কি পারিনা
একটু চেষ্টা করতে
একটা গরম কাপড় দিয়ে
ওদের হৃদয় ভরতে
সবাই মিলে করলে একটু চেষ্টা
সুখে স্বাচ্ছন্দে ভরে যাবে দেশটা।

Thursday, April 19, 2018

পথ খোজা
হাকিকুর রহমান
=======
একাল-ওকাল-সেকাল খুজে
ক্লান্ত দেহ মন
খোজাই হলো বৃথা যেন
সময় অনুক্ষন।
ভাবলেশহীন চিন্তাধারা
কখন বর্ষে কখন খরা
এমনি এক ক্রান্তিকালে
পথটা যেন খাদে ভরা।
এ পথের যে আর
নেই কোন শেষ
পথ খুজে তাই
যাই অবশেষ।

Wednesday, April 18, 2018

Ever-continuing
Hakikur Rahman
=========

When time is unlimited
When the path is motionless
Life is then stagnant
Then walking is ever-continuing.
When the answer to the question is inexpressive
When destination is purposeless
Attainment is then absent
Then dreams are at stake.

সময়
হাকিকুর রহমান
====
সময় কখন পেরিয়ে গেছে
কোন কিছু টের পাবার আগেই
লক্ষ কখন চ্যুত হয়েছে
সঠিক পথ খোজার আগেভাগেই।
বর্তমান আর অবর্তমানের
মিলন হয়েছে পথে
ভাবনাগুলো ধূসর হয়েছে
বোঝা যায়নি কোনমতে।
এমনি এক সন্ধিক্ষনে
পথে বেরুনো আবার
কখন কি ঘটে কেজানে
এই পথ হতে পারাপার।

Tuesday, April 17, 2018

Traveler of Desert
Hakikur Rahman
==========

On a corner of life of ignorance
Roaming for a short while
The pain of getting or not-getting
It is filled with depressed mind.
With what hope built the house
No one there near or far
For what the mind is waiting
Nobody is there for own.
All are unknown in the extent of vastness
Traveler of desert
The feeling of not getting anywhere.

আলো
হাকিকুর রহমান
=====
আলোর নীচেই অন্ধকার
আর সেই আধারেই পথ চলা
মরীচিকাসম সমূখের পথ
তবু সেই পথেই সাফল্যের কথা বলা।
একুল ওকুল দুকুল ছাপানো
বরষার নদী যেমন
আশা ভরষার গতিবিধি মেপে
প্রাপ্ত সুফল তেমন।
তারপরও দেখার থাকে
কে কোন পথে চলে
তারপরও শোনার থাকে
কে কোন কথা বলে।

Sunday, April 15, 2018

জীবন সদ্ধিক্ষন
হাকিকুর রহমান
===========
জীবন সদ্ধিক্ষনে এসে
পাওয়া-নাপাওয়ার হিসেব কষে
বিচলিত হয় মন
কি চেয়েছি আর কি পেয়েছি
সেই বেদনায়
হতাশা সারাক্ষন।
ভাগ্যের চাকায় বিদ্ধস্থ আশাগুলো
প্রান তাই কেদে ফিরে
চাওয়া-নাচাওয়ার অপ্রাপ্তিগুলো ছেয়ে আছে
জীবনের আঙিনা ঘিরে।
গফুর
হাকিকুর রহমান
====
গফুর
বাড়ী তার অচেনা গ্রামে
শহর থেকে বহুদুর।
ছিল তার দুই বিঘা জমি
আর হালের দুই গরু
নিজের জমির সাথে অন্যের জমিও আবাদ করে
তাই দিয়ে জীবনের শুরু।
যৌবনে দেখেছে অনেক স্বপ্ন
পূরন হয়নি কখনও
তবুও চলা থেমে থাকেনি
জীবন থামেনি এখনও।
পৌঢ়ত্বে এসে এখন শরীর হয়েছে জরাজীর্ন
ঘর গরু হাল পূরানো হয়েছে
সবকিছুই যির্নশির্ন।
এভাবেই একটা জীবন চলে গেল
কোন চিহ্ন বিহীন
সীমারেখাহীন কট্টর দিন
পথ ছিল গহীন।

Saturday, April 14, 2018

Priceless Gem
Hakikur Rahman
=========

On the way to the other side
When it is lost
Carefully kept in cushion
He looks for that.
On the way to home, at the boat's front
Under the bottom of the oven, under the bench of the room, in the sides of the house.
Adolescence, and the youth have crossed
Now the old age came.
Nevertheless, he kept his hand in the hope
One day he will find his priceless gem.
জন্ম-মৃত্যু
হাকিকুর রহমান
=======
জন্ম মৃত্যুর ব্যবধান,
তার নাম জীবন
জীবনের অবসান যেখানে
তার নাম মরন।
জীবন ক্ষনস্থায়ী,
মরন দীর্ঘস্থায়ী।
জীবনের উপরও কারও হাত নেই
মরনের উপর তো একেবারেই নেই।
তবুও সবাই জীবনের মানে খুজে ফেরে
মরনের পরে কিহবে সেকথা মনে করে।

Thursday, April 12, 2018

প্রাপ্তি-ব্যর্থতা
হাকিকুর রহমান
=========
প্রাপ্তির পূর্নতা
আর হারানোর ব্যাথা
কোনটা বেশী বিচলিত করে
জীবনের পরিসরে।
উভয়েরই ছাপ লক্ষনীয় বটে
তবে,
প্রাপ্তিতে সফলতা আনে
আর,
ব্যর্থতায় গ্লানি ভরে।

Wednesday, April 11, 2018

নদী
হাকিকুর রহমান
===
নদী সেতো বয়ে চলে সাগরের পানে
কখনো সোজা, কখনো বাকা
জানেনা থামা কোনখানে।
বর্ষায় প্রমত্তা হয়
একুল ওকুল দুকুল ছাপায়
গ্রাস করে সবকিছু সামনে যাপায়।
বন্যায় ভাসিয়ে দেয় গ্রাম গ্রামান্তর
তলিয়ে যায়
কতনা পথ প্রান্তর।
গ্রীস্মে ফিকে হয় সেই গতিপথ
চলার অযোগ্য হয় কোন কোন পথ
ভাঙা গড়ার এখেলায় নদী অনন্য
জীবনের পাতায় তাই
দাগ কাটে অসামান্য।

Sunday, April 8, 2018

বেদনার নীলে
হাকিকুর রহমান
==========
বেদনার নীলে বিচরন
সাগরের নীলে অবগাহন
ক্ষনস্থায়ী চিন্তার রেশ
ভুলে থাকা ভালো লাগে বেশ।
ইচ্ছার বিরুদ্ধে কথা বলা
অচেনা পথে পথ চলা
ক্লান্তির বিরুদ্ধে চলমান
ভ্রান্ত পথে বহমান।
O tempo
Hakikur Rahman
========
Quando o tempo é infinito
Quando o caminho é sem velocidade
Então a vida está sem movimento
Então andar está sem ideia
Quando a resposta é sem objetiva
Quando o destino é sem propósito
Então a realização está ausente
Então o sonho está latente.

Saturday, April 7, 2018

বিজয় দিবস
হাকিকুর রহমান
=========
এ এক গৌরবের দিন
এ এক বিজয়ের দিন
এ এক প্রাপ্তির দিন
যুগে যুগে এমন দিন আসে
কোন জাতির কাছে
স্মরনকালের স্মরনীয়
সর্বজনের বরনীয়
এ এক উতসবের দিন
এ এক আনন্দের দিন
এ এক অনুভবের দিন।

Friday, April 6, 2018

আবহমান
হাকিকুর রহমান
========
সময় যখন সীমাহীন
পথ যখন গতিহীন
জীবন তখন অচলমান
চলা তখন আবহমান।
প্রশ্নের উত্তর যখন ভাবলেশহীন
গন্তব্য যখন উদ্দেশ্যহীন
প্রাপ্তি তখন অবর্তমান
স্বপ্ন তখন মূহ্যমান।

Thursday, April 5, 2018

প্রান্তরের পথিক
হাকিকুর রহমান
==========
অজ্ঞানতায় ভরা জীবনের এক কোনে
বিচরন ক্ষনিকের তরে
পাওয়া-নাপাওয়ার বেদনায়
বিষন্ন মন প্রান থাকে তাই ভরে।
কি আশায় বেধেছিনু ঘর
নেই কোন আপন পর
কিসের প্রতিক্ষায় থাকে মন
যেনো কোন কিছুই নয় আপন।
বিশালতার ব্যাপ্তিতে অপরিচিত সব
প্রান্তরের পথিক
সবখানে না পাওয়ার অনুভব।

Tuesday, April 3, 2018


জীবনের গতিপথ
হাকিকুর রহমান
============

জীবনের গতিপথ বড়ই অনিমেষ
জানেনা সে কোথায় শুরু, কোথায় শেষ
শুধু জানে, চলমানতায় ভরা
বিন্দু বিন্দু পলে ধরা।
সীমানা আছে হয়তো, হয়তোবা নেই
সীমারেখা দেখা যায় হয়তো, হয়তোবা নেই।
প্রাপ্তির আকাঙ্খা আছে
কিন্তু প্রাপ্যতার ক্ষন জানা নেই
ক্লান্তিময়তায় ভরা এপথ
যার কোন শেষ নেই।

Monday, April 2, 2018

ক্লান্ত পথিক
হাকিকুর রহমান
========
ক্লান্ত পথিক, দাড়াও ক্ষনিক
বুঝেছিলে গতকাল পর্যন্ত
কোন পথে তোমাকে যেতে হবে
দেখেছিলে গতকাল পর্যন্ত
কি শুন্যতায় ভরা পিছনের পথটা
শুনেছিলে গতকাল পর্যন্ত
ঐ শুন্যতার কান্না?

ক্লান্ত পথিক, দাড়াও ক্ষনিক
জানোকি তুমি আজ
কোন পথে তোমায় যেতে হবে
জানোকি তুমি আজ
কত পথ তোমায় পার হতে হবে
জানোকি তুমি আজ
কতদুর যেয়ে থামতে হবে?
ক্লান্ত পথিক, দাড়াও ক্ষনিক
আগামীকাল সুর্যদয়ের পর
কোন পথ তুমি পার হবে
আগামীকাল সুর্যদয়ের পর
তুমি কোন সীমানায় যাবে
আগামীকাল সুর্যদয়ের পর
তোমার গতিপথ কি হবে?
ক্লান্ত পথিক, দাড়াও ক্ষনিক।

Sunday, April 1, 2018

ঢোলশিমুল
হাকিকুর রহমান
========
ঢোলশিমুলের জলে, শালুক পানা দুলে
ডাহুক ছানার লাফালাফি, কান্নাকাটি ভুলে
মাছরাঙাটির চোখ রাঙানি, মাছের পোনার দিকে
লাল ফড়িংএর আনাগোনা, চলছে চারিদিকে
এমন সময় আকাশ কালো, নামলো মেঘের ঢল
ঢোলশিমুলে লাফিয়ে পড়ে, পাড়ার ছেলের দল
সাংগ হলো ডাহুক ছানার দারুন লাফালাফি
সাংগ হলো পানকেৌড়ি আর গাংশালিকের সরব ঝাপাঝাপি।
কুবের
হাকিকুর রহমান
=====
নাম তার কুবের
বাড়ী মফস্বল।
ছিল এক চিলতে জমি, হালের গরু, বসত বাড়ী
আর তাতেই ছিল সংসার সচল।
মেয়ের বিয়েতে সব বিকিয়ে
এখন দিনমজুরী খাটে
কাজ পেলে খাওয়া, নইলে অর্ধাহার, অনাহারে কাটে।
এভাবেই দিন যায়, রাত আসে
আর হতাশার বেদনাই শুধু বাতাসে ভাসে।
অবশেষে ঠিক করলো, শহরে যাবে কাজের সন্ধানে
অনেক আশা নিয়ে, একদিন পাড়ি দিল শহরের পানে।