Wednesday, April 11, 2018

নদী
হাকিকুর রহমান
===
নদী সেতো বয়ে চলে সাগরের পানে
কখনো সোজা, কখনো বাকা
জানেনা থামা কোনখানে।
বর্ষায় প্রমত্তা হয়
একুল ওকুল দুকুল ছাপায়
গ্রাস করে সবকিছু সামনে যাপায়।
বন্যায় ভাসিয়ে দেয় গ্রাম গ্রামান্তর
তলিয়ে যায়
কতনা পথ প্রান্তর।
গ্রীস্মে ফিকে হয় সেই গতিপথ
চলার অযোগ্য হয় কোন কোন পথ
ভাঙা গড়ার এখেলায় নদী অনন্য
জীবনের পাতায় তাই
দাগ কাটে অসামান্য।

No comments:

Post a Comment