পথ খোজা
হাকিকুর রহমান
=======
হাকিকুর রহমান
=======
একাল-ওকাল-সেকাল খুজে
ক্লান্ত দেহ মন
খোজাই হলো বৃথা যেন
সময় অনুক্ষন।
ভাবলেশহীন চিন্তাধারা
কখন বর্ষে কখন খরা
এমনি এক ক্রান্তিকালে
পথটা যেন খাদে ভরা।
এ পথের যে আর
নেই কোন শেষ
পথ খুজে তাই
যাই অবশেষ।
ক্লান্ত দেহ মন
খোজাই হলো বৃথা যেন
সময় অনুক্ষন।
ভাবলেশহীন চিন্তাধারা
কখন বর্ষে কখন খরা
এমনি এক ক্রান্তিকালে
পথটা যেন খাদে ভরা।
এ পথের যে আর
নেই কোন শেষ
পথ খুজে তাই
যাই অবশেষ।
No comments:
Post a Comment