শপথ
হাকিকুর রহমান
====
====
এসো আবার বেরিয়ে পড়ি
নতুন করে দেশকে গড়ি।
করতে স্বাধীন এদেশটাকে
হয়েছে খালি কত মায়ের বুক
জানোকি ঐ দুখীমা
পেয়েছে তার সুখ।
কত শহীদ অকাতরে
দিয়ে গেছে প্রান
আজকে মোরা কিকরে ভূলি
তাদের অবদান।
নাম না জানা কত শহীদ
ছড়িয়ে আছে গ্রামে গ্রামে
আমরা কি তার খোজ নিয়েছি
করেছি কিছু তাদের নামে।
শহীদের রক্তে ভেজা
এই যে দেশের মাটি
তাঁদের প্রকৃত সম্মান না দিয়ে
কিকরে মোরা হাটি।
তাঁদের কথা স্মরন করে
হয়না যে তার শেষ
স্বপ্ন ছিল গড়বে তারা
সোনার বাংলাদেশ।
নতুন করে শপথ নেবার
এসেছে আজ দিন
শহীদের ঐ আত্মত্যাগ
হয়না যেনো ক্ষীণ।
নতুন করে দেশকে গড়ি।
করতে স্বাধীন এদেশটাকে
হয়েছে খালি কত মায়ের বুক
জানোকি ঐ দুখীমা
পেয়েছে তার সুখ।
কত শহীদ অকাতরে
দিয়ে গেছে প্রান
আজকে মোরা কিকরে ভূলি
তাদের অবদান।
নাম না জানা কত শহীদ
ছড়িয়ে আছে গ্রামে গ্রামে
আমরা কি তার খোজ নিয়েছি
করেছি কিছু তাদের নামে।
শহীদের রক্তে ভেজা
এই যে দেশের মাটি
তাঁদের প্রকৃত সম্মান না দিয়ে
কিকরে মোরা হাটি।
তাঁদের কথা স্মরন করে
হয়না যে তার শেষ
স্বপ্ন ছিল গড়বে তারা
সোনার বাংলাদেশ।
নতুন করে শপথ নেবার
এসেছে আজ দিন
শহীদের ঐ আত্মত্যাগ
হয়না যেনো ক্ষীণ।
No comments:
Post a Comment