Friday, June 29, 2018

শুকতারা
হাকিকুর রহমান
======

শুকতারা হলো পৃথিবীর বোন
নাম তার শুক্রগ্রহ
পৃথিবীর সবচেয়ে নিকটতম সে
নেই তার কোন উপগ্রহ।
২২৫ দিনে সুর্যের চারিদিকে
বৃত্তাকারে ঘুরে যায়
শুক্রতে দাড়ালে দেখাযাবে সুর্য
পশ্চিমে উদিত হয়ে পূবে অস্ত যায়।
সন্ধারাতে পশ্চিম আকাশে
আর ভোররাতে পূবের আকাশে জ্বলে
এমনি করে তার অস্তিত্বের কথা
বিশ্ব ব্রহ্মান্ডের কাছে বলে।

No comments:

Post a Comment