Saturday, June 9, 2018

বেলাশেষে 
হাকিকুর রহমান
=======
দিনে দিনে কত হলো দেনা
তা জানা হলোনা
দিনে দিনে কত জল গড়ালো যমুনায়
তা মাপা গেলোনা।
জমা-খরচের এই খাতায়
তাহলে
সবই কি ছিল ভূল
হিসাব নেবার বেলায়
দেখা গেল
কিছুই নয় অতুল।
তবে কি এভাবেই হয়ে যাবে
সব কিছুর শেষ
থাকবেনা কোন কিছু আর হাতে
থাকবেনা কোন রেশ।
বেলাশেষে বসে থাকা তাই
আজ এই বালুচরে
জীবন সেতো বড় সাধনার ধন
তবু ক্ষনিকের তরে।

No comments:

Post a Comment