দ্রবণ
হাকিকুর রহমান
দ্রাবক ও দ্রাব্য মিলে দ্রবণের সৃষ্টি
হতে পারে তা তেতো, নোনতা, বা মিষ্টি।
দ্রবণ হতে পারে সম্পৃক্ত, কিম্বা অসম্পৃক্ত।
সুষম মিশ্রণে হয় সম্পৃক্ত দ্রবণ- আর
অসম্পৃক্ত হয়, তাতে যদি পড়ে কিছু অতিরিক্ত।
তেমনি, জীবনযাত্রাকে যারা সহনীয় রাখে
চলাটা সহজ হয়, আর সেটা সুখময় থাকে।
অন্যথায়, জীবন হতে পারে অতিশয় তিক্ত
শত কিছু থাকলেও
প্রকৃত অর্থে তা নিতান্তই রিক্ত।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment