Wednesday, December 2, 2020

 

শাওনের ধারা
হাকিকুর রহমান
অসময়ে আসা শাওনের বারি
ঝরিছে অঝোর ধারায়,
ধারণ করিয়া ঘণ শ্যাম রঙ
গগন নিজেকে হারায়।
সখী চখা-চখি শাখেতে ভিজিয়া
আকুল আঁখিতে চাহে,
আহ্লাদে ভরি চাকত-চাতকী
সেই চেনা সুরে গাহে।
সারা গা ভিজিয়া কোন বিরহিনী
যায় কোন অভিসারে,
আঁখি ছলোছল, বারি টলোমল
কেবা ডাকিলো যে কারে। ....
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

No comments:

Post a Comment