Wednesday, December 2, 2020

 

চাতকীর প্রেম
হাকিকুর রহমান
চাতকীর প্রেম
সেতো চাতক-ই বোঝে,
আর তাই, গগনের পানে চেয়ে
সর্বদা বারিকে খোঁজে।
অভিসারে যায়, সুখী চখা-চখি
হরিৎ পত্রে ঢেঁকে রাখে, দু’জনার আঁখি।
পাপিয়ার তৃষা
মেটাতে পারেনাকো শ্রাবণের ধারা,
তবু, শাখে শাখে নেচে চলে
লয়ে আপন চিত্ত হারা।
ডাহুকের গানে
উছলিত হয়ে বয়, গাঙ্গের পানি
বরষার ঢলে
উচকিত প্রাণে, কি যে বারতা আনি।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

No comments:

Post a Comment