Thursday, March 11, 2021

 

ব্যাকুলতা
হাকিকুর রহমান 
 
ভ্রমর কাঁদিয়া ফিরে, গহন নিশীথ ঘিরে
ভাঙ্গিতে পারেনা তবুও কেন জানি, কুসুমের নীরবতা,
তারারা পশিল যবে, দূর নীলিমায় তবে
অস্ফুট স্বরে কি যে গাহিলো, বনের তরুলতা।।
আঁধার পথটি খুঁজি, বুঝি কিনা কিছু বুঝি
ভাঙ্গনের তীরে বাহি ভাঙ্গা নাও, গাহিয়া কথকতা।।
বিহগ মিথুন জাগে, অস্ত রাগের আগে
স্বপনের দ্বারে খুঁজে ফিরি কারে, বাড়ায়ে ব্যাকুলতা।।

No comments:

Post a Comment