Thursday, March 11, 2021

সব ফাঁকি 
হাকিকুর রহমান 
 
ঘরের যারা রইলো ঘরে
পরের যারা হইলো পর,
আপন করে নিলাম যারে
বেলা শেষে ভাঙ্গলো ঘর।
 
গাঙ পেরুনোর আগেই দেখি
ঘাটেতে যে ডিঙ্গি নেই,
সকল কিছুই লাগলো মেকি
অসময়ে খেলাম খেই।
 
ঘরেরও না, পরেরও না
এমন জনার দশা কি?
ভেসে যাওয়া শ্যাওলাপানা
বর্ষা কালের বাসন্তী।
 
হাতের গেলো, পাতের গেলো
রইলো তবে কি বাকি,
দিনের আলো যেই ফুরালো
সাঁঝের আলোয় সব ফাঁকি।

 

No comments:

Post a Comment