গন্তব্যের হাতছানি
হাকিকুর রহমান
পায়েতে কখন বিঁধেছে চোরা কাঁটা
কাঁদিয়া কহে উচ্চাকাঙ্খা,
তাহলে কি হঠাৎ করিয়াই, পিছাইয়া পড়ার
রহিয়াছে আশঙ্কা?
উদাসীনতা, কি সেথায় আসিয়া
অযথা বাঁধ সাধে?
উৎকন্ঠাহীন আশাগুলি
তবুও কেনো জানি ঘর বাঁধে।
কেহ কহে ডাইনে যাও
কেহ কহে পিছু চাও,
প্রাপ্তি-অপ্রাপ্তির গোলকধাঁধায়
নিজেকে, নতুন করিয়া পাও।
তাই, একটুখানি জিড়িয়া নেওয়া
পরিশ্রান্ততার ফাঁকে,
গন্তব্য, সেতো অম্লান
আর, সদাই হাতছানি দিয়া ডাকে।
No comments:
Post a Comment