চেতনার দর্পণ
হাকিকুর রহমান
দুঃখ হেরি সুখ মোর, করে নিভৃতে গমন
জীবনের কষাঘাতে, ভীরু ভীরু পদে, পিছু পলায়ন।
কার ব্যথা কেবা বোঝে, সবই কাকস্য পরিবেদনা
ক্ষণিকের তরে উজ্জীবিত হয়ে, সমুখের পানে পদচারণা।
সময়ের বশীভূত কর্মকান্ড, মনো পিঞ্জরে রাখি
চেতনার অভিসারে বিদীর্ণ বক্ষে, কিভাবে কাহারে ডাকি।
অভিপ্রায় মিটিলোনা কেনো জানি, এ জগতে হায়
কাছে যারে রাখি ধরে, সেতো দূরে চলে যায়।
জীবনের কাছে বিনা বাক্যব্যয়ে, এ যেনো আত্মসমর্পণ
মায়াজাল ঘিরে হৃদয় গভীরে, ধরি চেতনার দর্পণ।
Sunday, May 16, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment