Friday, October 25, 2019

Restart
Hakikur Rahman

Against the idea of meditation arise again
Such behavior is the result of speaking the truth.
On the way back he stopped momentarily
Looking back, I see that there is no footprint.
Sleepless thoughts, at night, shattered thoughts
In the dream of new hope, every living being.
You do not understand how this happened
You also have to see the day when you understand.
Who does not have the witness around?
HE is the one who created the last trust.

প্রার্থনা
হাকিকুর রহমান

স্মরণ করি স্রষ্টাকে
উদ্ধার করার তিনিই মালিক
যখন পড়ি মোরা বিপাকে।
রিজিক প্রদানকারী, গোনাহ্ মাফকারী, তাওবা কবুলকারী
তিনি দয়াময়
তাঁরই কৃপায় পৃথিবীতে বাস
তিনি করুণাময়।
সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, সর্বত্রাতা তুমি
আমি নশ্বর, আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র, আমি তোমারি করুণাকামী।

সিন্ডারেলা
হাকিকুর রহমান

রাজার ছেলে ঘুরে ফিরে
গাঁয়ে গাঁয়ে গিয়ে
হাতে একপাটি জুতো নিয়ে।
এই জুতো পায়ে সঠিক
লাগবে যার
রাজার ছেলে জীবন সঙ্গীনি
করবে তার।
এমনিভাবে কতদিন গেলো চলে
সৈন্যরা সব ঘুরে ফিরে দলে দলে
জুতোর মালিককে খুঁজে পাওয়া
যায়না আর
রাজার ছেলের মন হয়যে ভার।
তবু হাল ছাড়েনা সে কোনমতে
একদিন ঠিকই পাবে তাকে এই পথে
হঠাৎ করে একদিন এক বাড়ি যেয়ে
মেয়েটিকে রাজার ছেলে গেলো পেয়ে
সিন্ডারেলা নামটি তার
দেখতে অনিন্দ সুন্দরী, রূপ তার অপার
দেখালো সে জুতো আরেক পাটি
রাজ্যের সবাই বল্লো ডেকে, এই মেয়েটিই খাঁটি
রাজ্যজুড়ে মহাসমারোহে
বিয়ে হলো তার
ভাগ্যে যদি লিখা থাকে
খণ্ডাতে পারে কেউ আর।
Modern
Hakikur Rahman

Bring the spud, take the ax
Cut down all the trees.
What happens with the garden
There will be an apartment there.
Fill the ponds
There will be a living room.
What a gain from the lowland
Lack of living space.
That leaves a place for the road
He lives in a fool's paradise.
There is no time to think
Everyone is running raising their eyes.
Must have to be modern
Look around.

ফাগুনের শুভেচ্ছা
হাকিকুর রহমান

আগুন ঝরানো, ফাগুন ফিরেছে
আজি এ নতুন প্রাতে
পলাশ ফোটানো, রবির কিরণ
পড়িলো যে আঁখি পাতে।
হৃদয় রাঙানো, প্রহর এসেছে
কানন ভরেছে ফুলে
ভুবন ভরানো, লহর জেগেছে
ধীরে বহা নদী কুলে।
আলোক জাগানো, চিন্তা ধারাতে
ভেসে যাই কোন দূরে
আবেগ জড়ানো, পাখির কাকলী
ডেকে নেয় সেই সুরে।
Winter cake
Hakikur Rahman

Juicy cake, very sweet
As a result of soaking in the juice
That is perfect, delicious to eat
The tongue is full of water by the scent.
On a winter day, buy and bring
Rice powder, sweet jaggery
Over the stove, in front of the platform
Ants increase their sperm.
Sit down a little, wait
Making the juicy cake
When it is dig in the juice, if sitting
Then becomes more sweet.
All the boy and elderly, everyone's together
Ate the juicy cake
Empty pot, hit on the head
The master is coming chasing.

হৃদয়ে বাংলাদেশ
হাকিকুর রহমান

হেরি বাংলার নিসর্গ রূপ মুগ্ধ আমি সতত-
কেটে যায় হৃদয়ের গ্লানি মোর,
মুছে দিয়ে জরা, ভরিয়ে অন্তরা
প্রতিদিন আসে নতুন ভোর।
চেতনার বেড়াজালে বেঁধে রাখি অমলিন
স্মৃতির কাহনে হয়না যেনো তা ক্ষীণ।
পবনের ধারায় ভাসিয়ে দিয়ে তনুমন
বিহ্বল আমি হেরি তারে সারাক্ষণ।
উদ্বেলিত হই, কাঁকনের রিনিঝিনি সুরে
বাঁজে রাখালিয়া বাঁশি, মাঠে কোথা ঐ দূরে।