ফাগুনের শুভেচ্ছা
হাকিকুর রহমান
আগুন ঝরানো, ফাগুন ফিরেছে
আজি এ নতুন প্রাতে
পলাশ ফোটানো, রবির কিরণ
পড়িলো যে আঁখি পাতে।
হৃদয় রাঙানো, প্রহর এসেছে
কানন ভরেছে ফুলে
ভুবন ভরানো, লহর জেগেছে
ধীরে বহা নদী কুলে।
আলোক জাগানো, চিন্তা ধারাতে
ভেসে যাই কোন দূরে
আবেগ জড়ানো, পাখির কাকলী
ডেকে নেয় সেই সুরে।
No comments:
Post a Comment