Friday, October 25, 2019


প্রার্থনা
হাকিকুর রহমান

স্মরণ করি স্রষ্টাকে
উদ্ধার করার তিনিই মালিক
যখন পড়ি মোরা বিপাকে।
রিজিক প্রদানকারী, গোনাহ্ মাফকারী, তাওবা কবুলকারী
তিনি দয়াময়
তাঁরই কৃপায় পৃথিবীতে বাস
তিনি করুণাময়।
সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, সর্বত্রাতা তুমি
আমি নশ্বর, আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র, আমি তোমারি করুণাকামী।

No comments:

Post a Comment