Friday, October 25, 2019


হৃদয়ে বাংলাদেশ
হাকিকুর রহমান

হেরি বাংলার নিসর্গ রূপ মুগ্ধ আমি সতত-
কেটে যায় হৃদয়ের গ্লানি মোর,
মুছে দিয়ে জরা, ভরিয়ে অন্তরা
প্রতিদিন আসে নতুন ভোর।
চেতনার বেড়াজালে বেঁধে রাখি অমলিন
স্মৃতির কাহনে হয়না যেনো তা ক্ষীণ।
পবনের ধারায় ভাসিয়ে দিয়ে তনুমন
বিহ্বল আমি হেরি তারে সারাক্ষণ।
উদ্বেলিত হই, কাঁকনের রিনিঝিনি সুরে
বাঁজে রাখালিয়া বাঁশি, মাঠে কোথা ঐ দূরে।

No comments:

Post a Comment