সিন্ডারেলা
হাকিকুর রহমান
রাজার ছেলে ঘুরে ফিরে
গাঁয়ে গাঁয়ে গিয়ে
হাতে একপাটি জুতো নিয়ে।
এই জুতো পায়ে সঠিক
লাগবে যার
রাজার ছেলে জীবন সঙ্গীনি
করবে তার।
এমনিভাবে কতদিন গেলো চলে
সৈন্যরা সব ঘুরে ফিরে দলে দলে
জুতোর মালিককে খুঁজে পাওয়া
যায়না আর
রাজার ছেলের মন হয়যে ভার।
তবু হাল ছাড়েনা সে কোনমতে
একদিন ঠিকই পাবে তাকে এই পথে
হঠাৎ করে একদিন এক বাড়ি যেয়ে
মেয়েটিকে রাজার ছেলে গেলো পেয়ে
সিন্ডারেলা নামটি তার
দেখতে অনিন্দ সুন্দরী, রূপ তার অপার
দেখালো সে জুতো আরেক পাটি
রাজ্যের সবাই বল্লো ডেকে, এই মেয়েটিই খাঁটি
রাজ্যজুড়ে মহাসমারোহে
বিয়ে হলো তার
ভাগ্যে যদি লিখা থাকে
খণ্ডাতে পারে কেউ আর।
No comments:
Post a Comment