ছড়া- কাকতাড়ুয়া
হাকিকুর রহমান
কাকতাড়ুয়া গড়ে
দিলো ঝাঁটার খাড়ি,
চক আর কালি মেখে
মাথায় দিলো হাড়ি।
সকাল-সন্ধ্যা নেই
দাঁড়িয়ে থাকা সেই।
বর্ষা কিম্বা খরা
নেইতো কোন ত্বরা।
মাঠের মাঝে একা
সূর্য কিরণ দেখা।
তাড়ায় পশু-পাখি
নীরব চেয়ে থাকি।
নেইতো খাওয়া-দাওয়া
নেইকো চাওয়া-পাওয়া।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
No comments:
Post a Comment