Thursday, October 1, 2020

 

কে যায়
হাকিকুর রহমান 
 
কে যায়, কে যায়
বন বীথিকায়
পথটাতো ঘেরা
আধো আলো, আধো ছায়।।
যায় সে হেঁটে যায়
আঁলতা রাঙা পায়
পাতা ঝরো জরো
ক্ষণ দখিনায়।।
দুই ধারে চাহি
মৃদু সুরে গাহি
জলে ছলো ছলো
মন যমুনায়।।
হৃদয়ের তীরে
আলাপন ঘিরে
ধীর পায়ে চলে
কারে খুঁজে পায়।।
কে যায়, কে যায়।।
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment