ছড়া- গাঁও
হাকিকুর রহমান
অচিন গাঁয়ের বাঁকে বাঁকে
উদাস বাউল সদাই হাঁটে,
ছেলেরা সব রইল মেতে
শান বাঁধানো পুকুর ঘাটে।
মাঠ পেরিয়ে গাছের ছায়ে
রাখাল বসে বাজায় বাঁশি,
শান্ত দীঘির রোদের জলে
মুক্ত ঝরে রাশি রাশি।
কুলুকুলু নদীর পাড়ে
সুর ধরে ওই গাইছে মাঝি,
রৌদ্রছায়ার নীল গগনে
মেঘগুলো সব রইছে সাজি।
সোনালী রঙ ধানের ক্ষেতে
পুবালী বাও করছে খেলা,
নয়ন ভরা এ রূপ দেখে
যায় যে কেটে সারা বেলা।
(সর্বস্বত্ব সংরক্ষিত)
No comments:
Post a Comment