অনুধাবন
হাকিকুর রহমান
তাপিত পরাণ, নাহি প্রণিধান
তবুও প্রাণান্তকর প্রচেষ্টা,
সকলই গরল, নহে তা সরল
তিলে তিলে বাড়ে তেষ্টা।
কেহবা হাসে, স্রোতেতে ভাসে
বুঝিবার ক্ষমতা নাই,
মুখেতে মধু, কর্মে ধুঁধু
তির্যক মন্তব্য করা চাই।
ভালোকে ভালো, কালোকে কালো
কহিবার আছে কি কেহ?
যেদিকে দেখি, লাগে যে মেকি
পরিনামে শূন্য গেহ।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment