Saturday, October 31, 2020

 

ধূসর পান্ডুলিপি
হাকিকুর রহমান
ধূসর পান্ডুলিপিটাকে খুলে ধরলাম
চোখের সমুখে,
স্মৃতিগুলো সব সুনামির দ্বারা, উদ্বেলিত হলো
চমকিত পলকে।
কি ভেবে লিখেছিলাম সেটাকে
এখন ঠিক মনে নেই,
অমোচনীয় কালি তখন তো, আবিস্কার হয়নি-
তাই, ঝরণা কলমে লেখা,
আর তাতে, হৃদয়ের পরশ পাই
প্রতি পৃষ্ঠাতেই।
ওহ! কিছু লেখা যে পড়া যায়না আর
শত চেষ্টা করে,
বরষার জল হয়তো পড়েছিলো কখনও-
আর, লেখাগুলো মুছে গেছে চিরতরে।
হায়! সময় কি হবে কখনও
ওগুলোকে আবার নতুন করে লেখার,
স্মৃতির পাতাগুলোকে ঘষে মেজে
সুযোগ হবেকি, পলক লাগিয়ে দেখার!
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

No comments:

Post a Comment