গফুর
হাকিকুর রহমান
গফুর
বাড়ী তার অচেনা গ্রামে
শহর থেকে বহুদুর।
ছিল তার দুই বিঘা জমি
আর হালের দুই গরু
নিজের জমির সাথে অন্যের জমিও আবাদ করে
তাই দিয়ে জীবনের শুরু।
যৌবনে দেখেছে অনেক স্বপ্ন
পূরন হয়নি কখনও
তবুও চলা থেমে থাকেনি
জীবন থামেনি এখনও।
পৌঢ়ত্বে এসে এখন শরীর হয়েছে জরাজীর্ণ
ঘর গরু হাল পূরানো হয়েছে
সবকিছুই জীর্নশীর্ণ।
এভাবেই একটা জীবন চলে গেল
কোন চিহ্ন বিহীন
সীমারেখাহীন কট্টর দিন
পথ ছিল গহীন।
No comments:
Post a Comment