সাঁঝের কোল
হাকিকুর রহমান
ওহে বনমালী
ঘুমাও তুমি হোথা স্বস্তিতে,
কাঁদিয়া ফিরিবে না আর
কহিবো কথন অস্তিতে।
বৈঁচি ফুলের গাথিয়া মাল্য
পরাইবো তোমার গলেতে,
গাহিবো আবার পরাণ খুলিয়া
বাহিবো স্রোতের ঢলেতে।
দোলন চাঁপা, কেতকী ফুলেতে
সাজাইবো ফুল ডালি,
ব্রহ্মকমল, দোপাটি তুলিয়া
ভরাইবো মোর ডালি।
দখিনা বাতাস, বাতায়ন ঘিরে
ডেকে নিতে চায় দূরে,
উতলা পরাণ, উছলিয়া যায়
বাঁধা থাকে সেই সুরে।
No comments:
Post a Comment