শীতের শুভেচ্ছা
হাকিকুর রহমান
শীতের সাঁঝের বেলা
মিহি বায় করিছে খেলা।
সূর্য ডুবে প্রতীচী পানে
পাখিকুল ঘরে ফিরে মায়ার টানে।
কাঁধে নিয়ে রসের হাড়ি
গাছি ফিরে নিজ বাড়ি।
কনকনে ঠান্ডা থামেনা যেনো
সকলে মিলে তাই আগুন পোহানো।
ভোরবেলা রসে ডোবানো পিঠা
বড়ই সুস্বাদু, খেতে লাগে ভারি মিঠা।
অতি শীতে মরি ভাই
তবুও শীত আসা চাই।
No comments:
Post a Comment