Friday, February 5, 2021

 

শীতের পিঠা
হাকিকুর রহমান 
 
রসের পিঠা, বড়ই মিঠা
রসে ভিজিয়ে রাখার ফলে
সেতো নিখাঁদ, খেতে সুস্বাদ
ঘ্রাণে জিহ্বা ভরে জলে।
শীতের দিনে, আনো কিনে
চালের গুড়ো, মিঠা গুড়
চুলার পাড়ে, মাচার আড়ে
পিপড়া বাড়ায় শুড়।
একটু বসো, ক্ষণিক রোসো
হচ্ছে রসের পিঠা
ভিজলে রসে, থাকলে বসে
লাগবে তখন মিঠা।
ছেলে-পুলে, সবাই মিলে
রসের পিঠা খেয়ে
খালি হাড়ি, মাথায় বাড়ি
কর্তা আসেন ধেয়ে।

No comments:

Post a Comment