Saturday, January 4, 2020

অতীত
হাকিকুর রহমান

চেয়ে রই, চেয়ে রই-
আঁধার ঘেরা অনন্তরাতে কার সাথে কথা কই!
অতীত!
সেতো গোপনচারী, বাছ-বিচারের নেই ধার ধারি,
কোন অবচেতনে, সংগোপনে তবু জীবনের দাঁড় বই।
সঞ্চারিত মনে সাঁজিয়ে রেখেছি,
কত দিবসের সঞ্চয়-
রাগে-অনুরাগে জাগিয়ে রেখেছি,
কোন চেতনার লয়।
স্তব্ধ অতীত!!
তুমিতো অতি সংগোপনে,
কাজ করে যাও অতিশয় গোপনে।
চপলতাহীন, বিষন্ন দিন-
বয়ে যায় স্রোতোবহা ধারায় অন্তহীন,
ঝঞ্ঝার পথে আশাহত হয়ে সবই সই।
চেয়ে রই, চেয়ে রই।
আগমনী
হাকিকুর রহমান

ঐ শোন ঐ আগমনীর বাণী
আলোয় ভরেছে চারিদিক,
চেতনা বিকশিত প্রত্যয় নিয়ে
সুমুখে বাড়ানো সঠিক।
ঝরে যাক যতো জরা-জীর্ণতা
মুছে যাক মলিনতা,
গগনে উঠেছে নতুন সূর্য
ভরে থাক সজীবতা।
বন্ধনহীন নিত্য রঙীন
জীবনের হোক শুরু,
জেগে উঠার কামনা জাগিয়ে
বেজে যাক ডামাডুরু।
নবদিবসের প্রাণ সঞ্চারে
থেমে থাকা আর নয়,
আঁধারের ভ্রুকুটি উপেক্ষা করে
ছিনে নিতে হবে জয়।
সমর্পণ
হাকিকুর রহমান

এ মহাবিশ্বের বিশালতায়, আমি বিস্মিত
সৃষ্টিকর্তার মহানুভবতায়, আমি বিমোহিত
তাঁর মাখলুকাতের সেরা সৃষ্টি হিসেবে, আমি গর্বিত।।
তাঁর সৃষ্টির শুভাকাঙ্খায়, নিবেদিত করি প্রাণ
তাঁরই করুণায়, এই ধরাতে পেতে চাই পরিত্রাণ।
এসোহে মানব, নিংড়ায়ে হৃদয়, তাঁর গুনগান গাই
নশ্বর পৃথিবী, আসা আর যাওয়া, আর তো এখানে কিছু নাই।
দাঁড়াতে হবে, হিসেবের খাতা নিয়ে, সবাইকে একদিন
হৃদয়কে আমার, শুদ্ধ করোহে প্রভু, রয় যেনো তা অমলিন।
ছোটবেলা
হাকিকুর রহমান

নামতা পড়া দিনগুলো সব
হারিয়ে গেলো কোথায়,
গামছা পরে মাছ ধরা দিন
রইলো পড়ে সেথায়।
বরই গাছে ঢিলটি মারা
আমড়া গাছে চড়া,
"অ-য় অজগর আসছে তেড়ে"
সুর করে তাই পড়া।
আমের আঁটির ভেঁপু হাতে
ডান্ডাগুলি খেলা,
সরষে ফুলের মাঠে মাঠে
কাটতো সারা বেলা।
সাঁঝের আঁধার নামলে পরেই
গাঁয়ের হাটে যাওয়া,
খই, বাতাসা, চানাচুর, আর
মন্ডা-মিঠাই খাওয়া।
চাইলে কি ফের যাবে যাওয়া
সে দিনটাতে আর!
তাইতো আজি দিলেম খুলে
উদাস মনের দ্বার।
সুপ্রভাত
হাকিকুর রহমান

একোন আলো লাগলো এসে মুখে
নতুন আশা জাগলো আবার বুকে।
সুনীল আকাশ ভরলো নানান রঙে
নিবিড় বাতাস বইলো নতুন ঢঙে।
শাখায় শাখায় গাইলো ভোরের পাখি
খুকু মনি চাইলো জেগে আঁখি।
প্রাণে প্রাণে লাগলো কিসের দোলা
হৃদয় আমার রইলো পড়ে খোলা।
প্রহরী
হাকিকুর রহমান

দুয়ারে দাঁড়ানো প্রহরী
যেনো কোন এক অশরীরী।
আগমন-প্রস্থান কে করে
সকলি রাখে সে নজরে।
মনিবের সুরক্ষায় নিবেদিত প্রাণ
হৃদয়ের সর্বস্ব দিয়ে প্রণিধান।
মনের একান্তে রহে শ্রদ্ধা-ভক্তি
অন্য কিছুতে নাহি আসক্তি।
ওদিকে বাড়িতে গৃহিনী একা রয়
একাকিত্বের যাতনা সে একা সয়।
এভাবেই চলে তার রুটিন মাফিক জীবন
অপরের সেবা-শুশ্রুষাতেই নিয়োজিত আমরণ।

প্রার্থনা
হাকিকুর রহমান

আজি এ নিশীথে তোমারি বর
বর্ষিত করো আমার উপর।
তোমারে আমি করি আহ্বান
তুমি রহিম, তুমি রহমান।
ডাক তুমি শোনো আমার
তুমি রব, তুমি পরওয়ারদেগার।
তোমাতেই শুরু, তোমাতেই শেষ
করুণা তোমার, হয়না নিঃশেষ।