Saturday, January 4, 2020

আগমনী
হাকিকুর রহমান

ঐ শোন ঐ আগমনীর বাণী
আলোয় ভরেছে চারিদিক,
চেতনা বিকশিত প্রত্যয় নিয়ে
সুমুখে বাড়ানো সঠিক।
ঝরে যাক যতো জরা-জীর্ণতা
মুছে যাক মলিনতা,
গগনে উঠেছে নতুন সূর্য
ভরে থাক সজীবতা।
বন্ধনহীন নিত্য রঙীন
জীবনের হোক শুরু,
জেগে উঠার কামনা জাগিয়ে
বেজে যাক ডামাডুরু।
নবদিবসের প্রাণ সঞ্চারে
থেমে থাকা আর নয়,
আঁধারের ভ্রুকুটি উপেক্ষা করে
ছিনে নিতে হবে জয়।

No comments:

Post a Comment