Saturday, January 4, 2020

সুপ্রভাত
হাকিকুর রহমান

একোন আলো লাগলো এসে মুখে
নতুন আশা জাগলো আবার বুকে।
সুনীল আকাশ ভরলো নানান রঙে
নিবিড় বাতাস বইলো নতুন ঢঙে।
শাখায় শাখায় গাইলো ভোরের পাখি
খুকু মনি চাইলো জেগে আঁখি।
প্রাণে প্রাণে লাগলো কিসের দোলা
হৃদয় আমার রইলো পড়ে খোলা।

No comments:

Post a Comment