ছোটবেলা
হাকিকুর রহমান
নামতা পড়া দিনগুলো সব
হারিয়ে গেলো কোথায়,
গামছা পরে মাছ ধরা দিন
রইলো পড়ে সেথায়।
বরই গাছে ঢিলটি মারা
আমড়া গাছে চড়া,
"অ-য় অজগর আসছে তেড়ে"
সুর করে তাই পড়া।
আমের আঁটির ভেঁপু হাতে
ডান্ডাগুলি খেলা,
সরষে ফুলের মাঠে মাঠে
কাটতো সারা বেলা।
সাঁঝের আঁধার নামলে পরেই
গাঁয়ের হাটে যাওয়া,
খই, বাতাসা, চানাচুর, আর
মন্ডা-মিঠাই খাওয়া।
চাইলে কি ফের যাবে যাওয়া
সে দিনটাতে আর!
তাইতো আজি দিলেম খুলে
উদাস মনের দ্বার।
হাকিকুর রহমান
নামতা পড়া দিনগুলো সব
হারিয়ে গেলো কোথায়,
গামছা পরে মাছ ধরা দিন
রইলো পড়ে সেথায়।
বরই গাছে ঢিলটি মারা
আমড়া গাছে চড়া,
"অ-য় অজগর আসছে তেড়ে"
সুর করে তাই পড়া।
আমের আঁটির ভেঁপু হাতে
ডান্ডাগুলি খেলা,
সরষে ফুলের মাঠে মাঠে
কাটতো সারা বেলা।
সাঁঝের আঁধার নামলে পরেই
গাঁয়ের হাটে যাওয়া,
খই, বাতাসা, চানাচুর, আর
মন্ডা-মিঠাই খাওয়া।
চাইলে কি ফের যাবে যাওয়া
সে দিনটাতে আর!
তাইতো আজি দিলেম খুলে
উদাস মনের দ্বার।
No comments:
Post a Comment