Saturday, January 4, 2020

প্রহরী
হাকিকুর রহমান

দুয়ারে দাঁড়ানো প্রহরী
যেনো কোন এক অশরীরী।
আগমন-প্রস্থান কে করে
সকলি রাখে সে নজরে।
মনিবের সুরক্ষায় নিবেদিত প্রাণ
হৃদয়ের সর্বস্ব দিয়ে প্রণিধান।
মনের একান্তে রহে শ্রদ্ধা-ভক্তি
অন্য কিছুতে নাহি আসক্তি।
ওদিকে বাড়িতে গৃহিনী একা রয়
একাকিত্বের যাতনা সে একা সয়।
এভাবেই চলে তার রুটিন মাফিক জীবন
অপরের সেবা-শুশ্রুষাতেই নিয়োজিত আমরণ।

No comments:

Post a Comment