Saturday, January 4, 2020


প্রার্থনা
হাকিকুর রহমান

আজি এ নিশীথে তোমারি বর
বর্ষিত করো আমার উপর।
তোমারে আমি করি আহ্বান
তুমি রহিম, তুমি রহমান।
ডাক তুমি শোনো আমার
তুমি রব, তুমি পরওয়ারদেগার।
তোমাতেই শুরু, তোমাতেই শেষ
করুণা তোমার, হয়না নিঃশেষ।

No comments:

Post a Comment