Saturday, January 4, 2020

সমর্পণ
হাকিকুর রহমান

এ মহাবিশ্বের বিশালতায়, আমি বিস্মিত
সৃষ্টিকর্তার মহানুভবতায়, আমি বিমোহিত
তাঁর মাখলুকাতের সেরা সৃষ্টি হিসেবে, আমি গর্বিত।।
তাঁর সৃষ্টির শুভাকাঙ্খায়, নিবেদিত করি প্রাণ
তাঁরই করুণায়, এই ধরাতে পেতে চাই পরিত্রাণ।
এসোহে মানব, নিংড়ায়ে হৃদয়, তাঁর গুনগান গাই
নশ্বর পৃথিবী, আসা আর যাওয়া, আর তো এখানে কিছু নাই।
দাঁড়াতে হবে, হিসেবের খাতা নিয়ে, সবাইকে একদিন
হৃদয়কে আমার, শুদ্ধ করোহে প্রভু, রয় যেনো তা অমলিন।

No comments:

Post a Comment