শেষের গান
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
সাঁধ ছিল মোর হবো ভোরের পাখি,
সবার আগে ফুল বাগানে উঠবো আমি ডাকি।।
সাঁধ ছিল মোর হবো নায়ের পাল,
ভরা গাঙ্গে ঢেউয়ের তোড়ে ধরবো আবার হাল।।
সাঁধ ছিল মোর হবো মেঘের ভেলা,
দূর গগনে প্রাণটা খুলে করবো সেথায় খেলা।।
সাঁধ ছিল মোর হবো শেষের গান,
সবার আগে ফুল বাগানে উঠবো আমি ডাকি।।
সাঁধ ছিল মোর হবো নায়ের পাল,
ভরা গাঙ্গে ঢেউয়ের তোড়ে ধরবো আবার হাল।।
সাঁধ ছিল মোর হবো মেঘের ভেলা,
দূর গগনে প্রাণটা খুলে করবো সেথায় খেলা।।
সাঁধ ছিল মোর হবো শেষের গান,
No comments:
Post a Comment