কোরাসঃ
ভবের ধারা
ভবের ধারা
জীবন নদীর আঁকে বাঁকে
স্বপ্নগুলো লুকিয়ে থাকে,
কেউ বা দেখে, কেউ না দেখে
কারও জানা নাই।।
স্বপ্নগুলো লুকিয়ে থাকে,
কেউ বা দেখে, কেউ না দেখে
কারও জানা নাই।।
ফাগুন মাসে শাখে শাখে
মধুর সুরে কোকিল ডাকে,
কেউ বা বুঝে, কেউ না বুঝে
কারও জানা নাই।।
মধুর সুরে কোকিল ডাকে,
কেউ বা বুঝে, কেউ না বুঝে
কারও জানা নাই।।
পথের বাউল যায় গেয়ে যায়
পিছন পানে তাও ফিরে চায়,
কেউ বা শুনে, কেউ না শুনে
কারও জানা নাই।।
পিছন পানে তাও ফিরে চায়,
কেউ বা শুনে, কেউ না শুনে
কারও জানা নাই।।
বিবেক গুনে চলা কঠিন
ভবের ধারা নয়কো রঙিন,
কেউ বা শিখে, কেউ না শিখে
কারও জানা নাই।।
(তথ্য উপাত্তেঃ হাকিকুর রহমান)
(সর্বস্বত্ব সংরক্ষিত)
ভবের ধারা নয়কো রঙিন,
কেউ বা শিখে, কেউ না শিখে
কারও জানা নাই।।
(তথ্য উপাত্তেঃ হাকিকুর রহমান)
(সর্বস্বত্ব সংরক্ষিত)
No comments:
Post a Comment